নতুন ছন্দ ২০২৪ । প্রেমের ছন্দে মেতে উঠুন
প্রিয় বন্ধুগণ আপনারা অনেকেই আছেন যারা ভালোবাসার ছন্দ পড়তে পছন্দ করেন। আর এই ভালোবাসার ছন্দ ও ভালোবাসার কষ্টের ছন্দ পাওয়ার জন্য বিভিন্ন ভাবে খোঁজাখোজি করছেন। তাই আমরা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ভালোবাসার ছন্দ ২০২৩, ভালোবাসার মজার ছন্দ, ভালোবাসার ছন্দ sms, ভালোবাসার ছন্দ কষ্টের। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। ভালবাসার উক্তি, মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ, মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ, মিষ্টি প্রেমের ছন্দ SMS, ভালোবাসার ছন্দ স্ট্যাটাস
মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ
শুভ নববর্ষ ২০২৪! আশা করি ভালো আছেন প্রিয় পাঠক। আপনাদের জন্য নিয়ে এলাম বর্ষসেরা ফেসবুক স্ট্যাটাস, নতুন বছরের শুভেচ্ছা বার্তা, মেসেজ, পিকচার সহ আরও অনেক কিছু।
আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন অনেক কিছু। আমি মনে করি আপনার পছন্দের শুভেচ্ছা বার্তাগুলো এই পোস্টেই পেয়ে যাবেন, প্রতিটা ছন্দ, কবিতা, শুভেচ্ছা বার্তা আপনার পছন্দ হবে।
এই ছন্দ বা স্ট্যাটাস বা নতুন বছরের শুভেচ্ছা মেসেজ গুলো শুধুমাত্র নতুন বছরের জন্যই না আপনি যেকোনো সময় আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।
প্রিয় মানুষদের যেমনঃ পরিবার, পরিজনদের, প্রিয় মানুষ, বন্ধু বান্ধবীদের সঙ্গে এই মেসেজ গুলো দিয়ে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, জানাতে পারেন নতুন বছরের শুভেচ্ছা।
ভালোবাসার ছন্দ ২০২৪
★দেবো তোমায় লাল গোলাপ,,,,,, স্বপ্নে গিয়ে করবো আলাপ,,,,, বলবো খুলে আমার কথা,,,,,, মনে আছে যত ব্যাথা,,,,,, বলবো তোমায় ভালোবাসি,,,,,, থাকবো দুজন পাশাপাশি,,,,,!!!!
★আকাশ ভরা লক্ষ তারা মিটিমিটি হাসে,,,,,, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি,,,,,, তুমি আমার পাশে,,,,,!!!!
★চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আরও সুন্দর তুমি,,,,,,, পৃথিবীতে ভালোবাসার দুটি প্রাণ,,,,,, তুমি আর আমি,,,,,!!!!
★অকারণে তুলসী গাছে,,,,, ঢেলে দিলাম জল,,,,,পুরিলো মনের আশা,,,,,,, না ধরিল ফল,,,,,!!!!
★মন দেখে ভালোবেসো ধন দেখে নয়,,,,,,, গুন দেখে প্রেম করো রূপ দেখে নয়,,,,,,, রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয়,,,,, একজনকে ভালোবাসো দশজনকে নয়,,,,,!!!!
ভালোবাসার ছন্দ sms
★কতো সুন্দর তুমি,,,,, প্রেমে পড়েছি আমি,,,,, সুন্দর তোমার মন,,,,,, ভালোবেসে হারাব দুজন,,,,, মায়াবী তোমার আখি,,,,,, দিওনা আমায় ফাঁকি,,,,,, সুন্দর তোমার হাসি,,,,,, আমি তোমায় ভালোবাসি,,,,,!!!
★ভালোবাসা যদি হয় দামি,,,,,, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি,,,,, ভালোবাসা যদি হয় জীবনের নাম,,,,, তবে কেন অকালে ঝরে যায় হাজারো মানুষের প্রাণ,,,,!!!
★হাজার তারা চাই না আমি,,,, একটা চাঁদ চাই। হাজার ফুল চাই না আমি,,,,, একটা গোলাপ চাই,,,, হাজার জনম চাই না আমি,,,, একটা জনম চাই,,,, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই,,,,!!!!
★জানিনা তুমি কে,,,,, আর কেনই বা ডাকি তোমায় আমি,,,,, তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন,,,, তুমি আমার কল্পনার রাজকুমারী,,,,,!!!!
★তুমি আছো বলে মন ফুরফুরে,,,,, সঙ্গে চিপস কুরকুরে। তুমি হাঁসো বলে বৃষ্টি রিমঝিম, কখনো পেপসি, কখনো আইসক্রিম। তুমি বন্ধু বলে এত পাগলামি, বন্ধু তুমি বড়ই হারামি,,,,,!!!!
★তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,,,,, তুই বললে বাঁচতে পারি অক্সিজেন ছাড়া। পৃথিবীকে লুটাতে পারি বন্ধু তোরই পায়,,,,, এবার তুই বল,,,,, এভাবে আর কতো মিথ্যে বলা যায়,,,,,!!!
কষ্টের ছন্দ
নেকেই আছে যারা দুঃখ-কষ্ট কারও কাছে শেয়ার করে না, তারা বুকের মাঝে কষ্ট চেপে রাখে। কষ্ট বুকের মাঝে যতই চেপে রাখবেন ততই বাড়বে। তাই কষ্ট বুকের মাঝে চেপে না রেখে দুঃখ বা কষ্টের ছন্দ পাঠিয়ে দেন আপনার ভালোবাসার মানুষটির কাছে। আজকের এই পোস্টটি কষ্টের ছন্দ sms, কষ্টের ছন্দ মালা, বাংলা কষ্টের ছন্দ, ভালবাসার কষ্টের ছন্দ, কষ্টের ছন্দ কথা, খুব কষ্টের ছন্দ, কষ্টের ছন্দ পিকচার এবং koster Chondo 2023 নিয়ে সাজানো হয়েছে।
দুঃখের ছন্দ
কষ্টের ছন্দ sms ও মেসেজ
চাঁদের আলোয় খুঁজেছি তোমায়,,,,, পেয়েছি বারেবার,,,,, ছোবো বলে হাত বাড়িয়ে,,,, পেয়েছি আধার!!
নীল নীলিমায় দূরে.,,, কোথায় মনযে হারায়,,,,,, বেকুলতায় মনে পরে যায়।,,,, একটা কথা ই মন জানতে চায়,,,,অবেলায় অবসরে মনে,,,,, কি পরে আমায়
কিছু রাত কেটে যায় সপ্ন বিহীন,,,, কিছু আশা ভেঙ্গে যায় নিরবে,,,, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে,,, কিছু মানুষ দুরে হারায় কিছু না বলে,,,।।
কিছু কথা কিছু পরিচয় ক্ষনিকের হয়।,,,,, কিছু ব্যাথা কিছু সৃষ্টি ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়।
কষ্ট আমার জীবন সাথী,,,,, দুঃখ আমার আলপনা,,, কষ্টে আমি নিত্য কাঁদি,,,, হৃদয় ভরা যন্ত্রণা। দুঃখ আমার প্রথম দুঃখ আমার শেষ। আমি বন্ধু ভালো আছি,,,, তুমিই থেকো বেশ।
কষ্ট বুকে চেপে একলা থাকি,,,, কান্নার নোনাজল অধরে মাখি,,, লাভ কি বৃথা মনে কষ্ট চেপে,,,, আয় না ফিরে তুই আমারি বুকে..!!
রোমান্টিক ভালোবাসার ছন্দ 🥰 Romantic Love SMS in Bangla
তোমায় পেলে আমি জোছনা দেখা ছেড়ে দেব,
কারণ প্রতি রাতে আমার ঘর আলোকিত করে রাখা চাঁদ
দেখার পর আমার আর নতুন করে জোছনা দেখার সাধ জাগবে না!
বিশ্বাসে তুমি নিঃশ্বাসে তুমি,
প্রতিটি মুহুর্তে শুধু তুমি।
ক্ষনে ক্ষনে প্রতি ক্ষনে তুমি,
প্রানের চেয়েও প্রিয় শুধু তুমি।
আমায় ডেকো ঘুমের ঘোরে নয়তো কৌতুহলে
আসব ছুটে যেথায় থাকি তোমার ডাক পেলে
একটুখানি মনে করো দুঃখের আভাস পেলে
পারবনা থাকতে দূরে তুমি একটু ব্যথা পেলে।
তোমায় পেলে ছেড়ে দেব দখল করা রাজ্য
হবো পথের ভিখারি তুমি যদি চাও,
দুনিয়া দখলও করতে পারি এক নিমিষে
যদি তুমি চিরতরে আমার হয়ে যাও।
তোমার ঐ হাসি দেখে যায়না চোখ ফেরানো,
এতটা মিষ্টি হাসি দেখিনি কোথাও যেন।
কি করে হাসো বলো এতটা মিষ্টি করে,
পাগল আমার এ মন তোমার ঐ হাসির তরে।
যদি পাই তোমাকে আমার করে ও সখি…
পূর্ণ হবে সব চাওয়া কিছু রবেনা বাকী।
তুমি আমার সকাল দুপুর
তুমি সারাবেলা…
কেন তুমি আমাকে করো অবহেলা!
সকাল দুপুর সারাবেলা
তোমার ছবি আঁকি
তুমি আমার ভালোবাসার
পোষা ময়না পাখি।
আকাশ পানে চেয়ে দেখ
জ্বলছে কতো তারা
তুমি ছাড়া এই জীবনে
আমি দিশেহারা।
2024 সালের ভালোবাসার ছন্দ
যদি জোনাকি হতাম…
তোমার কাছে উড়ে যেতাম
মিটি মিটি করে জ্বলতাম তোমার চারপাশে
নীরবে বসতাম তোমার কাছে
আলতো করে তোমায় ছুঁয়ে দিতাম
রাঙিয়ে দিতাম তোমার মন
আর কানে কানে বলতাম
ভীষণ ভালবাসি তোমায়
মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে
ভালোবাসি বলতে চাই,
আবার জন্ম হলে যেন,
তোমাকে আমি পাই।
ভালবাসা স্বপ্ন নীল
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের মত,
তেমনি পবিত্র।
আমার স্বপ্ন জল ধারায়
তুমি রিমঝিম বৃষ্টি,
আমার হৃদয় ক্যানভাস জুড়ে
তুমি আল্লাহর অপূর্ব সৃষ্টি।
স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার নাম।
পাখির ঠোঁটে চিঠি দিলাম
তুমি খুলে পড়ো,
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
ডালটি হলো সবুজ
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।
দূরে গেলে তুমি
হারিয়ে যাবো আমি,
ভালোবাসি তোমায়
বোঝনা কেন তুমি,
ছোট্ট এই জীবনে
একটাই শুধু চাওয়া
তোমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।
চেয়ে আছি দূর আকাশে
দেখি রাতের তারা
তুমি ছাড়া এই জীবনটা
শুধু দিশেহারা।
জীবন দিয়ে তোমায় আমি
বাসি অনেক ভালো
তুমি আমার আঁধার ঘরের
ভালোবাসার আলো।
স্বপ্ন অনেক তোমায় নিয়ে
বুকের মাঝে রাখি…
দিবানিশি তোমার ছবি
মনের মাঝে আঁকি।
চাঁদ হয়ে জ্বলে থাকবো
তোমার মনের ঘরে…
ভালোবাসা দিয়ে তোমায়
রাখবো যতন করে।
কাজে আমার মন বসেনা
তোমায় নিয়ে ভাবি,
তুমি আমার জীবন মরণ
তুমি আমার সবি।
প্রেম আগুনে জ্বলে পুড়ে
আমি যাচ্ছি মরে…
কখন তুমি যতন করে
রাখবে তোমার মনের ঘরে।
কষ্ট বাড়ে দ্বিগুণ হারে
পাইনা যখন কাছে,
তোমার জন্য পরাণ পাখি
পাগল হয়ে নাচে।
আমায় ছেড়ে আছো তুমি
কোন বা অচিন দেশে,
সপ্নে তে এসো কিন্ত
একটু ভালোবেসে।
আমার ভিতর তুমি থাকো
তোমার ভিতর আমি,
ভালোবেসে দূরে গেলে
মরণ হবে জানি।
যদি বলো আমায়
ভালবাসো কতটা?
তবে বলবো আমি
সাগরে পানি আছে যতটা,
যদি বলো আমায়
কতদিন মনে রাখবে,
তবে বলবো আমি
আকাশে চন্দ্র সূর্য যতদিন থাকবে।
ভালোবাসার ছন্দ স্ট্যাটাস । ১০০০+ নতুন ভালোবাসার ছন্দ
একা একা থাকতে আমার
লাগে না যে ভালো,
তুমি আমার জীবন মরণ
আঁধার ঘরের আলো।
আজ আমি বলে দিবো
শুনবে কি তুমি,
তোমায় ছাড়া এই জীবনে
বাঁচতে চাইনা আমি।
ফেসবুক গিয়ে আমি
তোমার ছবি দেখি,
ভালোবেসে যত করে
মনের মাঝে রাখি।
তুমি আমার ভালবাসা,
আমি তোমার জান।
ভালোবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।
তোমার এক চোখে আকাশ
অন্য চোখে ছায়া,
তোমার জন্য বুকের ভিতর
পড়ছে শুধু মায়া,
হৃদয় জুড়ে তোমার জন্য
স্বপ্ন রাশি রাশি,
আমার চেয়ে তোমায় আমি
অনেক বেশি ভালোবাসি।
হৃদয়ের ভাষা বোঝা
অনেক বড় দায়,
ভুল করে অনেকে
প্রেমে পড়ে যায়,
যদিও এটা এ কথা
কোনো মিথ্যা নয়,
ভালো লাগা শেষে
ভালোবাসা হয়,
তবুও ভালোবাসা ভালো লাগা
কোনদিন এক নয়।
মন যদি কাঁদে
আমি আসবো বর্ষা হয়ে,
মন যদি হাসে
আমি আসবো চাঁদ হয়ে,
যদি মন খোঁজে
আমি আসবো তোমার
মনের মানুষ হয়ে।
ভালোবাসা মানে
আবেগের পাগলামী,
ভালোবাসা মানে
কিছুটা দুষ্টামী,
ভালোবাসা মানে
শুধু কল্পনাতে ডুবে থাকা,
ভালোবাসা মানে
অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
আকাশের আজ মন খারাপ
অঝর ধারায় ঝড়ছে,
বন্ধ ঘরের অন্ধকারে
শুধু তোমায় মনে পড়ছে।
আপনার ভালোবাসার ছন্দ শেয়ার করতে ভুলবেন না!
Valobasar romantic chondo, bangla love sms, prem quotes, gf bf sms in bangla, রোমান্টিক প্রেম, গভীর প্রেমের এস এম এস, গার্ল ফ্রেন্ডের রাগ ভাঙানোর ছন্দ, প্রেমিকাকে খুশি করার sms, প্রেমের ছন্দ কবিতা লাইন, ভালবাসার উক্তি, মিষ্টি রোমান্টিক প্রেমের কবিতা, মেয়ে পটানো দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ, মিষ্টি প্রেমের SMS, ভালোবাসার স্ট্যাটাস, রাতের রোমান্টিক কবিতা, কষ্টের ছন্দ