2024 সালের ভালোবাসার ছন্দ
বাংলা কবিতা প্রেমীদের আমাদের ওয়েবসাইটে স্বাগতম। এই পোস্টে আমরা আপনাদের বিশেষ দাবিতে বাছাই করা 2024 সালের ভালোবাসার ছন্দ, প্রেমের কবিতা ও প্রেমের ছন্দ নিয়ে এসেছি। আসা করছি এই রোমান্টিক প্রেমের কবিতা গুলো আপনাদের ভালো লাগবে।
আপনাদের প্রিয় মানুষটিকে খুশি করতে কত কিছুইনা করতে হয় কখনো ভালোবাসার ছন্দ পাঠিয়ে কখনো বা ভালোবাসার কবিতা ও এস এম এস করে। অনেক খোঁজাখুঁজির পর তোমাদের জন্য অনেক সুন্দর ভালোবাসার ছন্দ নিয়ে এসেছে। আপনাদের অবশ্যই ভালোবাসার ছন্দ গুলি পড়ে খুব ভালো লাগলো ও আমাদের প্রিয় জনের আরো ভালো লাগবে
2024 সালের ভালোবাসার ছন্দ
(1)
এসো ওগো আমার প্রিয়,
এসো আমার কাছে!
সবই দেবো তোমায় আমি,
যা কিছু মোর আছে।
(2)
তুমি আমার জীবনের গান,
আমার প্রানের পাখি!
ইচ্ছে করে মনের খাঁচায়,
লুকিয়ে তোমায় রাখি।
(3)
তোমার আমার ভুল গুলো,
উড়ে যাক ফানুস হয়ে!
তুমি থেকে যাও শুধু,
আমার মনের মানুষ হয়ে।
(4)
তোমার ভিতরে হারিয়ে যাই,
তোমার মাঝে আমার খুঁজি!
প্রেম বলতে আজও আমি,
শুধুমাত্র তোমায় বুঝি।
(5)
ভালোবাসার পাল তুলে,
চলো মোরা ভেসে যাই!
অচিন দেশে বাঁধবো বাঁসা,
যে দেশে আর কেউ নাই!
(6)
ভুল করে ভুল হয়ে গেলে,
একটু তুমি মানিয়ে নিও!
অভিমানের প্রাচীর ভেঙে,
তোমার কাছে যেতে দিও।
(7)
চুপ থেকে কথা হোক আজ,
হাতে হাত রেখে!
নীরবতা ভাষা খুঁজে পাক,
শুধু তোরই চোখে।
(8)
দিন কেটে যায় মেঘের ভেলায়,
রাত যে কাটে চাঁদে!
তোমায় ছাড়া বিষন্ন মন,
সারাক্ষনই কাঁদে।
(9)
কাছে এসো প্রিয়,
যেও না দূরে চলে!
এ প্রাণ রবে না আর,
তোমাকে হারালে।
(10)
তুমি ছাড়া শূন্য সবই,
কিছু আর ভালো লাগেনা!
কবে আসবে প্রিয় তুমি,
আমার মন তো আর মানে না।
(11)
জোৎস্না রাতে একা বসে,
তোমার কথা ভাবি!
এই হৃদয়ের আঙ্গিনাতে,
তোমার ছবি আকি।
(12)
বৃষ্টি হলে খবর দিও,
হাঁটবো দুজন একটি ছাতায়!
তোমার আমার প্রেমের কথা,
লিখে রেখো ডাইরির পাতায়।
(13)
তুমি যে আমার জনমে জনমে,
এই কথা আমি জেনেছি মরমে!
আমি রয়েছি তোমার লাগিয়া,
বিরহের গাঁথা ফুল মালিকা।
(14)
আমি তোমার দ্বিধায় বাঁচি,
তোমার দ্বিধায় পুরে যাই!
এমন দ্বিধা পৃথিবীতে,
তোমায় চেয়েছি পুরো টাই।
(15)
ফিরে তাকাই তোরই দিকে,
চোখের তারায় বাঁধবো বলে!
মোর মিষ্টি হাসির উস্কানিতে,
তোকে রাখতে চাই মনের অতলে।
(16)
ভোরের বৃষ্টির হিমেল হাওয়ায়,
ঘুমন্ত তোমার হাতের স্পর্শ!
মুছে দেবে একলা রাতের,
জমে থাকা অভিমানের গল্প।
(17)
আমি হাঁটতে চাই তোমার সাথে,
শুরু থেকে এই পথের শেষে!
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই,
ধন্য তোমায় ভালোবেসে।
(18)
তোমার ক্লান্ত মনের বেহাতে,
আমি তোমার প্রেমের রাগিনী!
তুমি যে গো মরীচিকা শুধু,
তুমি মোর প্রেমের কাহিনী।
(19)
তুমি আমার প্রথম প্রেম,
প্রথম ভালোবাসা!
তুমি আমার জীবনের,
বেঁচে থাকার আশা।
(20)
হাজার জনম চাইনা আমি,
একটা জনম চাই!
সেই জনমে আমি যেন,
শুধু তোমায় পাই!
(21)
ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে,
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,
আর তোমায় সাজাবো,
শুধু আমার ভালোবাসা দিয়ে!
(22)
ফুলের মত দেখতে তুমি,
চাঁদের মত হাসি!
সত্যি করে বলছি আমি,
তোমায় ভালোবাসি।
(23)
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
তোমার ছবি আঁকি!
তুমি আমার মনের মাঝের,
মিষ্টি কোকিল পাখি।
(24)
তুমি বরং আকাশ হও,
মেঘ ভাসানো বেলা!
আমি না হয় গোধূলি হব,
নিছক সন্ধ্যাবেলা।
(25)
তুমি হলে রোদেলা সূর্যের,
ঘাম ঝরা আগুণ!
তুমি আমার মেঘলা আকাশ,
ভালোবাসার ফাগুণ!
(26)
প্রেম সাম্রাজ্যের রানী তুমি,
আমি হলাম রাজা!
কেউ থাকেনা এই সাম্রাজ্যে,
মোরা দুজন একা!
(27)
তোমার মতো পেতাম যদি,
আমি জীবন সাথী!
আমার চেয়ে কে আর বেশি,
হতো বলো সুখী!
(28)
কি করে বলবো মুখে,
তোমায় ভালোবাসি!
বুঝে কি পারো না নিতে,
দেখে মুখের হাসি।
ভালোবাসার ছন্দ
(29)
তুমি আমার জ্যোৎস্না স্নাত,
নীরব সন্ধ্যা বেলা!
তুমি আমার এক নিশীতে,
আকাশে তারার মেলা!
(30)
মন যে আমার চাইছে তোমায়,
এই বাদল ভরা ঝড়ো বাতাসে!
ক্ষনিকের জন্য মেঘ হয়ে,
আসো যদি আমার আকাশে।
(31)
একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য,
একটা ফুল ভোমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য!
(32)
রঙিন হতে চাই যে আমি,
রাঙিয়ে দিয়ে যাও!
তোমার রঙের রঙিন স্রোতে,
ভাসিয়ে দিয়ে যাও।
(33)
আবার যদি বৃষ্টি নামে,
আমি তোমার প্রথম হবো!
লেপ্টে যাওয়া শাড়ির মত,
অঙ্গে তোমার জড়িয়ে যাবো।
(34)
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া!
তোমার আমি রাখবো বুকে,
ভালোবাসা দিয়া।
(35)
উড়ো চিঠি তোমার নামে,
পাঠিয়ে দিলাম মেঘের খামে!
ইচ্ছা হলে পরে দেখো,
পারলে একটু মনে রেখো।
(36)
তুমি থাকবে মোর হৃদয়ে,
চিরদিনের তরে!
কোনও বাঁধা টিকবে নাকো,
মোদের মিলন অভিসারে।
ভালোবাসার ছন্দ গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
রোমান্টিক ভালোবাসার ছন্দ Romantic Love SMS in Bangla 2024
প্রেম হলো এমন একটি সুন্দর অনুভূতি যা সহজে কথায় প্রকাশ করা যায় না। তাই প্রেমের অনুভূতিকে প্রকাশ করার জন্য অনেকেই ভালোবাসার ছন্দ ও রোমান্টিক কবিতার সন্ধান করে থাকে। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনি একদম সঠিক ওয়েবসাইটে এসেছেন। কারণ এই পোস্টে আপনি রোমান্টিক প্রেমের কবিতা থেকে শুরু করে মিষ্টি প্রেমের ছন্দ, সকল ধরনের সুন্দর প্রেমের কবিতা পেয়ে যাবেন।
যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান,
গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ।
বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ,
শরতের সাদা আকাশ হবে তোমার, পাবে হেমন্ত ধানের ভাত।
শীতে দিব তোমায় কুয়াশার চাদর,
মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।
দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে ।
তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল ।
হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই ।
জীবন প্রভাতে মনের মাঁলাতে গেথে ছিলাম যত ফুল,,
আজ দেখি হায় ফুল সেতো নয়,, সবি জীবনের ভূল।
যে ফুল দিয়ে গাথঁবো মালা,, আশা ছিলো মনে
সে ফুল হারিয়ে আমি,, ঘুরি বনে বনে।
আকাশ ভরা লক্ষ তাঁরা মিটি মিটি হাসে,,
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।
যেখানে যতন করে রেকেছ এই মন,
সেখানে রেখগ আমায় সারাটি জীবন,
তোমাকে ছাড়া যেখানে তাকি সারাক্কন মনে থাকে ভয়.
তোমারি বুকের মাঝে যেন আমার নিরাপধ আশ্রয় ।
ভালবাসি বাগানের ঝরে যাব ফুল,
ভালবাসি মেঘলা নদীর কুল,
ভালবাসি উড়ন্ত ১ ঝাক পাখি। ..
আর ভালবাসি তোমার ওই দুই নয়নের আখি।
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনও স্বপ্ন নেই তুমি ছাড়া ,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো
আমিও ঠিক তেমনি করে একজনকে
ভালোবাসি । তোমার ভালোবাসা যেমন
করে কেউ বুঝে না ঠিক তেমনই করে
সে আমার ভালোবাসা বুঝে না ।
কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়, কিছু উত্তর
আজো মেলেনা কিছু কথা আজো মনে
পড়ে, কিছু সৃতি চোখে জল আনে মরেও
মরে না কিছু আশা এরই নাম ভালবাসা
কাউকে পাওয়ার আসা করোনা, কারণ তাকে
পেতে গিয়ে তুমি নিজে ধংস হয়ে যেতে পার
নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ
তোমাকে পাওয়ার আসা করে।
শুভ ক্ষন শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার
পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো
খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?
যা পেয়েছ তা হারিয়েও না যা হারিয়েছ
তা র ফেরে পেতে চেওনা, যা পাওনি
তা কখনো তোমার ছিল না।
একদিন দুজনে হাঁটব আবার উড়বে
তোমার চুল, একদিন শূন্য বাতাস
ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল.।
হাতে হাত কানের কাছে মুখটি এনে বলে
এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে !
মন নেই ভালো, জানিনা কি হলো
পাশে নেই তুমি, কি করি আমি
পাখী যদিও হতাম আমি এই জীবনে
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে
ভালোবাসার ছন্দ ও কবিতা
আমি প্রেম কি জানিনা
আমি প্রেম কি বুঝিনা
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কে জানে হায় কোন আগুনে
মরিব আমি এই ফাগুনে ।
ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের
প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন
তুমি, আমি তোমাকে ভালবাসি ।
আমার ভালোবাসা সেদিন সার্থক হবে
যে দিন ভালোবাসার মানুষটি ১ফোটা
চোখের জল ফেলে বলবে আমি শুধু
তোমাকেই ভালোবাসি ।
একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর
নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য
আর আমি শুধু তোমার জন্য ।
মাটির বন্ধু মেঘ.মেঘের বন্ধু বৃষ্টি.
বৃষ্টির বন্ধু শ্রাবন.যে বাঁচিয়ে রাখে সৃষ্টি.
এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
জানুয়ারী মাসে তার হাটু জল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাধা
তোর কথা মনে পড়ে ওরে হারামজাদা
ভালোবাসা মানে কি !! সারাটা দিন শুধু
তার কথা ভাবা..??.. নাকি সবার মাঝে
থেকেও তার অনপুস্থিতায় নিজেকে একা ভাবা?
ভালোবাসার অপর নাম যদি বিষ পান করা হয়।
তাহলে তোমাকে ভালোবেসে হাজার
বার সেই বিষ পান করতে চাই
ভালোবাসার অপর নাম যদি বিষ পান করা হয়।
তাহলে তোমাকে ভালোবেসে হাজার
বার সেই বিষ পান করতে চাই
হাসাতে না পারলে, কাঁদাবে না। আনন্দ
দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে
না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু
হতে না পারলে, শত্রু হবে না?
আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে !
জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি
নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে
পরেছি,,জানতাম না কাকে বলে ভালো
ভালবাসা,সিখিয়েছ তুমি।
প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে
একটু অভিমান ,২টি পাখির ১টি নীর
১টি নদীর ২টি তির ,২টি মনের ১টি
আশা তার নাম ভালবাসা
কিছু স্বপ্ন সুধু স্বপ্নই রয়ে যায় কিছু কথা না
বলাই রয়ে যায় কিছু ভালবাসা শুদু
ভালবাসায় রয়ে যায়।
ধন্যবাদ, আসা করছি ওপরের ভালোবাসার ছন্দ প্রেমের কবিতা এবং প্রেমের ছন্দ গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো প্রেমের কবিতা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।