রোমান্টিক ছন্দ | ভালোবাসার ছন্দ কালেকশন | Romantic SMS Bangla
রোমান্টিক ছন্দ দম্পতিদের জন্য, আমি প্রেমের ছন্দের সেরা সংগ্রহ একসাথে রেখেছি। প্রেম আমাদের বিভিন্ন মানসিক অভিজ্ঞতা দেয়। যেখানে অবর্ণনীয় কষ্ট আছে, আছে রোমান্টিক অনুভূতি। প্রেমিকরা প্রায়ই তাদের রোমান্টিক সম্পর্ককে মধুর করার জন্য ছোট ছোট প্রেমপত্র ভাগ করে নেয়। এটি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আরও রোমান্টিক করে তুলবে। শুধুমাত্র প্রেমিকদের এই রোমান্টিক শব্দ প্রয়োজন, এবং যে মত না! স্বামী-স্ত্রীর রোমান্টিক মুহূর্তগুলোতেও আপনি আপনার সঙ্গীর সঙ্গে ছোট ছোট রোমান্টিক মুহূর্তগুলো নিয়ে আচরণ করতে পারেন। কারো প্রেমে পড়ার আগেও প্রেমের ছন্দের কবিতার জুড়ি নেই!
রোমান্টিক ছন্দ
আমি আমার জিবন এর থেকেও
তোমাকে বেশি ভালোবাসতে চাই ,
তুমি কি সেই অধিকার আমাকে দিবে ??
অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি,
সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা ,
অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষা থাকা।
মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন ।
স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন ।
একটা সুন্দর মনের দেখা পাবো বলে
“অপেক্ষাই আছি সারাক্ষণ ।“
তোমার ঐ হাসি দেখে যায়না চোখ ফেরানো,
এতটা মিষ্টি হাসি দেখিনি কোথাও যেন।
কি করে হাসো বলো এতটা মিষ্টি করে,
পাগল আমার এ মন তোমার ঐ হাসির তরে।
যদি পাই তোমাকে আমার করে ও সখি…
পূর্ণ হবে সব চাওয়া কিছু রবেনা বাকী।
তুমি আমার সকাল দুপুর
তুমি সারাবেলা…
কেন তুমি আমাকে করো অবহেলা!
আকাশ পানে চেয়ে দেখ
জ্বলছে কতো তারা
তুমি ছাড়া এই জীবনে
আমি দিশেহারা।
যদি জোনাকি হতাম…
তোমার কাছে উড়ে যেতাম
মিটি মিটি করে জ্বলতাম তোমার চারপাশে
নীরবে বসতাম তোমার কাছে
আলতো করে তোমায় ছুঁয়ে দিতাম
রাঙিয়ে দিতাম তোমার মন
আর কানে কানে বলতাম
ভীষণ ভালবাসি তোমায়
ফুলে ফুলে সাজিয়েছে আমার এ মন,আসলে কাছে দুজন মিলে সাজাবো জীবন।চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা,তোকে বন্ধু আসলে দেবো আমার ভালোবাসা।
হাসি ভরা মুখটা তোমার দেখতে বেশ মিষ্টি,তোমার জন্য সৃষ্টিকর্তা করেছে আমায় সৃষ্টি।আই লাভ ইউ, জান পাখি,ভালোবেসে জীবনে আমার ছড়াও সুখের বৃষ্টি।
আমার মনে যদি চাঁদ ওঠে তোমাকে দেখে,বল নীলিমার অপরাধ কি তাতে, সুন্দর ঝর্না ওই ধারায়,যদি নীল আকাশ দিগন্তে হারায়,আমি চায় যে তোমাকে জড়াতে, ভালোবাসার অনুরাগের ছোঁয়াতে।
চাঁদের কাছে আকাশ প্রিয়, পাখির কাছে ফুল,তোমার আমি ভালোবেসে করিনি কোন ভুল।দুঃখের কাছে দুঃখ প্রিয়, সুখের কাছে সুখ।স্বপ্নে আমার ভেসে ওঠে শুধুই তোমার মুখ।
দিন যায় দিন আসে সময়ের স্রোতে ভাসে,কেউ কাঁদে কেউ হাসে তাতে কি যায় আসে।খুঁজে দেখো আশেপাশে কেউ তোমাকে জীবনের থেকেও ভালবাসে।।
যদি কখনো মনে হয় একা,যেখানেই থাকি না কেন দেবো তোমায় দেখা।মনে যদি কষ্ট আসে, থাকবো আমি তোমার পাশে।মুছে দেবো চোখের জল সবার অন্তরালে।
স্বপ্নগুলো দুহাত তুলে দেবো তোর হাতে,চাঁদের আলোয় গান শোনাবো চাঁদনী কোন রাতে।কোন কালে শেষ হবেনা আমার ভালোবাসা,তোকে নিয়ে সুখী হব এটাই আমার আশা।
মনে বলে কিছু কথা হৃদয়ে আছে সব গাঁথা,মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক কথা,সেই কথাটা বলতে চাই, আমি শুধু তোমার চাই।
চোখের নিচে জমে আছে একটুখানি পানি,মুছে দিতে আসবেনা কেউ এ কথাও জানি।অনেক আপন ছিলে তুমি হঠাৎ হলে পর,আমার খবর নাই বা নিলে তোমার কি খবর?
বন্ধু বলে ডাকো যারে,সে কি তোমায় ভুলতে পারে।যেমন ছিলাম তোমার পাশে,আজও আছি ভালোবেসে।থাকবো আমি এমনি করেই বন্ধু হয়ে চিরতরে….
ভালোবাসার ছন্দ রোমান্টিক
তোমার খোলা চুলে ছুঁয়ে যায় পড়ন্ত শীতের বিকেল, গোধূলির লাল সাজে সেজে ওঠে দূর দিগন্তরেখা – জোনাকির কোলাহল বলে দেয় হাতে নেই সময় অঢেল তবুও আমার মনের বিজ্ঞাপনে তোমারি কবিতা লেখা।
মায়াবী দুটো চোখের পলকে রয়েছে ভালোবাসা, তোমার জন্য প্রিয় এ পৃথিবীতে আশা। শত রঙে শতরূপে ভালোবাসি তোমাকে, তুমিও রেখো প্রিয় তোমার মনের ছোট্ট ঘরে আদরের সোহাগে মোরে।
সূর্য ডোবে সন্ধ্যা হলে, জোসনা ঝড়ে রাতে,তোমার জন্য পাগল এ মন চায় যে তোমায় পাশে, তোমার বুকে মাথা রেখে বলবো প্রেমের কথা, ভাগ করিয়ে নেবো মোরা দুঃখ কষ্ট ব্যথা।
ভালোবাসি তোমায় জীবনের প্রতিটি পাতায় পাতায়,তোমার হাসি, তোমার কান্নায়।তোমার বেণীবাধা কেসের খোপায় খোপাল।
আমার মাঝে তুমি তোমার মাঝে আমি,কিছুদিন পরে হব আমি তোমার স্বামী,নদীর আছে যেমন একটি মাত্র কূল,ভালোবেসে ফোটাবো আমারা বিয়ের ফুল।
যতই দূরেই যাই না কেন থাকবো তোমার পাশে,যেমন করে শিশির ফোটা জমিয়ে থাকে ঘাসে।সকল কষ্ট মুছে দেবো, মুখে দেবো হাসি।হৃদয় থেকে বলছি আমি তোমাকেই ভালবাসি।
দেবো তোমায় লাল গোলাপ,স্বপ্নে গিয়ে করব আলাপ,বলবো তোমায় ভালোবাসি,থাকবো দুজন পাশাপাশি।
ভালোবাসার রোমান্টিক প্রেমের ছন্দ
আরও পড়ুন –
- ভালোবাসার ছন্দ স্ট্যাটাস । ১০০০+ নতুন ভালোবাসার ছন্দ
- নতুন ছন্দ ২০২৪ । প্রেমের ছন্দে মেতে উঠুন
- 2024 সালের ভালোবাসার ছন্দ
গভীর ভালোবাসার ছন্দ
- আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।
- তোমায় দেখে মনে হয় কত পরিচিতা। জানি না তোমার নাম কি ওগো পরিনিতা।
- প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা। প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।
- সুন্দরী গো- রূপ যে তোমার অপরুপা, ভুলতে পারি না সেই এক পলকের দেখা।
- গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর। এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
- তোমায় আমি দেখেছি স্বপ্নে হাজার বার। কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার।
- পথে-ঘাটে পুকুরপারে অনেক মেয়ে দেখেছি। দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।
- তোমার মতো পেতাম যদি আমি জীবনসাথী, আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী।
- প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা। কেউ থাকে না এই সাম্রাজ্যে মোরা দুজন একা।
- মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ। তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেমে ডুব।
- প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা। প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।
- মুখটি তোমার ফুলের মতোন, চাঁদের মতোন হাঁসি। সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি,,,,।
- তোমার আমার প্রেম ফুলের সৌরভ ছড়াবে। আমাদের প্রেম ওগো, সুরের জাল বুনবে।
- তুমি থাকবে মোর হৃদয়ে, চিরদিনের তরে। কোনও বাধা টিকবে নাকো, মোদের মিলন অভিসারে।
ভালোবাসার ছন্দ স্ট্যাটাস
শেষ কথাঃ রোমান্টিক স্ট্যাটাস, ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস, রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস, প্রেমের ছন্দ, মিষ্টি প্রেমের ছন্দ মালা নিয়ে আজকের আর্টিকেল ছিল দেখা হবে আবার নতুন কোনো প্রেম-ভালোবাসা ছন্দে ভরা কোন নতুন নতুন স্ট্যাটাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের অন্যান্য পোস্টগুলো পড়তে থাকুন.