প্রযুক্তি, অনলাইন ইনকাম, চাকরির তথ্য, ই-সেবা, ভিসা, ধর্ম, বিজ্ঞান, লাইফস্টাইল, শিক্ষা ও দৈনন্দিন খবরা-খবরের কন্টেন্টে পরিপূর্ণ একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আমরা বুঝতে সহজ করে দেই, কিভাবে প্রযুক্তি কাজ করে, ই-সেবা প্রাপ্তির প্রক্রিয়া, পাঠকের কৌতূহল সৃষ্টিকারী তথ্য ও রহস্য, পাবেন সঠিক লাইফস্টাইল নির্দেশনা ও সকল চাকরির খবর বাংলা ভাষায়।
ট্রিক্সবিডি-(Trixbd) সম্পূর্ণ বাংলায় লিখিত বাংলাদেশের সেরা ও বিশ্বস্ত অনলাইন ম্যাগাজিন/ওয়েবসাইট। আপনার প্রয়োজনীয় সকল তথ্যই পাবেন অল-ইন-ওয়ান এই প্রোবাংলা সাইটে। ট্রিক্সবিডি-(Trixbd) প্রযুক্তি, চাকরির তথ্য, ই-সেবা, সরকারি পরিষেবা, ধর্ম, বিজ্ঞান, লাইফস্টাইল, শিক্ষা, পাসপোর্ট ও ভিসা, শিশুর নাম, প্রতিদিনের টাকার রেট ও দৈনন্দিন খবরা-খবর নিয়ে নির্ভুল তথ্য প্রদান করে থাকে। এছাড়াও পাবেন বাংলাদেশের সকল জেলা, উপজেলা ও পোস্ট অফিসের তথ্য।
বর্তমানে বাংলা ভাষায় বিশ্বস্ত ও তথ্যবহুল ম্যাগাজিন/ওয়েবসাইটের অভাব। তাই, প্রায় ২৩৪ মিলিয়ন বাংলা ভাষাভাষী প্রিয় মানুষদের নিত্য প্রয়োজনীয় সকল তথ্যের ভান্ডার হিসেবে ট্রিক্সবিডি-(Trixbd) সর্বপ্রথম উদ্যোগ নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে।
আমাদের আলোচনার বিষয়বস্তু-
অনলাইন ইনকাম: ফ্রিল্যান্সিং, অনলাইন মার্কেটিং, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, ব্লগ, অ্যাপ ইত্যাদি অনলাইন থেকে আয়ের উপায়।
চাকরির তথ্য: সরকারি, বেসরকারি, ডিফেন্স, এনজিও, ব্যাংক এবং কোম্পানীর চাকরির তথ্য।
শিক্ষা: বাংলাদেশের আদ্যোপান্ত, শিক্ষাভিত্তিক প্রশ্নের উত্তর, শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা, ভর্তির বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় ভর্তি, শিক্ষা ক্ষেত্রে সরকারি নোটিশ।
ই-সেবা: জন্ম নিবন্ধন, NID, অনুদান ও ভাতা, পাসপোর্ট, ভূমি সংক্রান্ত তথ্য, ভ্যাট রেজিস্ট্রেশন, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং।
ভিসা চেক: বিভিন্ন দেশের ভিসা চেক ও ভিসার আবেদন প্রক্রিয়া।
টেকনোলজি: কম্পিউটিং, স্মার্টফোন, প্রতিদিনের প্রযুক্তি, কিভাবে প্রযুক্তি কাজ করে, ফিউচার টেক, ইন্টারনেট, অসাধারণ সব গ্যাজেট, বা বিজ্ঞানের আশ্চর্যকর টার্ম গুলো নিয়ে লেখা।
লাইফস্টাইল: ক্যারিয়ার, লাইফস্টাইল টিপস, খবর, ম্যাগাজিন, মহৎ ব্যক্তিত্বের জীবনী।
স্বাস্থ্য: শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য, সমগ্র সিলেট জেলার সকল হাসপাতালের লিস্ট ও যোগাযোগের তথ্য।
দৈনন্দিন তথ্য: প্রতিদিনের টাকার রেট, বিজ্ঞপ্তি, ট্রেন্ডিং খবর, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার মূল্য।
শিশুর নাম: শিশুদের ইসলামিক সুন্দর নাম, মুসলিম ছেলেদের নাম, মুসলিম মেয়েদের নাম, হিন্দু ও মনিপুরী শিশুদের নাম সহ প্রায় ১০ হাজারেরও বেশি নামের তালিকা।
উপরোক্ত সকল ধরনের আর্টিকেল প্রকাশের পূর্বে প্রোবাংলা তার তথ্যের সত্যতা যাচাই করে নেয় এবং সকল বয়সের পাঠকদের জন্য নিরাপদ ও উপযুক্ত কন্টেন্ট পাবলিশ করে।
ট্রিক্সবিডি-(Trixbd) সম্পূর্ণভাবে বিজ্ঞাপনের উপর নির্ভরশীল একটি অনলাইন ম্যাগাজিন/ওয়েবসাইট। তবে পরবর্তীতে আয়ের নতুন পথ উন্মোচিত হতে পারে। প্রোবাংলা সাইটে কোন অ্যাডাল্ট কিংবা ক্ষতিকারক বিজ্ঞাপন প্রকাশ করা হয় না। এবং অতিরিক্ত বিজ্ঞাপনে যেন ভিজিটরদের খারাপ এক্সপেরিয়েন্স না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়।
ট্রিক্সবিডি-(Trixbd) সরাসরি কোন প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে না। কন্টেন্ট রিলেটেড লিংক গুলো অফিসিয়াল হয়। বহিঃস্থ কোন এফিলিয়েট লিংক প্রমোট করলে তা উল্লেখ করা থাকে। সাইটে ভিজিটরের পার্সোনাল তথ্য সংরক্ষণ করা হয় না এবং কমেন্টেটরের ইমেইল এড্রেস গোপন রাখা হয়।
বর্তমানে ইন্টারনেটে বাংলা ভাষায় সঠিক, বিশ্বস্ত ও তথ্যমূলক কনটেন্টের অভাব রয়েছে। তাই বাংলার মানুষের সুবিধার্থে সকল প্রয়োজনীয় সঠিক তথ্য প্রকাশ করে আপনাদের প্রিয় হতে পারাই ইসলাম২৪ এর মূল লক্ষ্য, ধন্যবাদ।