৯টি সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সাইটের তালিকা – Freelancing sites
বর্তমান সময়ে যেকোনো ধরণের স্টার্টআপ বা ব্যবসা শুরু করাটা কোনোভাবেই একটি সোজা বা সহজ কাজ না। ব্যবসার খরচ, কর্মচারী, কাজের জায়গা এবং অন্যান্য প্রচুর জিনিসের প্রয়োজন থেকে থাকে। এটাই কারণ যার জন্যে বর্তমান সময়ে লোকেরা খুঁজে থাকেন নানান অনলাইন ফ্রিল্যান্সিং কাজ গুলো। সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
অনলাইনে উপলব্ধ নানান জনপ্রিয় Freelance Marketplace গুলোর মাধ্যমে জেকেও নিজের ঘরে বসে কোনো ধরণের টাকা ইনভেস্ট না করে অনলাইনে অর্থ উপার্জনের সুযোগ পেয়ে থাকেন।
এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সেরা কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং সাইট গুলোর।
আর তাই, আপনার সুবিধার উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ৯টি সাইট সহ সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা (Top freelancing marketplace list) নিয়ে আলোচনা করতে চলেছি।
নানান ফ্রিল্যান্সিং কাজ গুলো করে অনলাইনে অর্থ উপার্জন করার বিষয়টি বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে বললে আমি ভুল হবোনা। এছাড়া, Freelancers-রা অধিক টাকা রোজগারের ক্ষেত্রে একাধিক কাজ গুলো করার সুযোগ-সুবিধাও পেয়ে থাকেন।
তবে যদি আপনিও একজন freelancer হিসেবে কাজ করার উদ্দেশ্যে এই freelancing-এর জগতে একবার ঝাঁপ দিয়ে দেখতে চান, তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি এবং সেরা ফ্রিল্যান্সিং সাইট সমূহ কি কি এই বিষয়ে জেনেনিতে হবে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি – What is freelancing marketplace
Freelance platforms এবং marketplace গুলো হলো এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে কোম্পানিগুলো তাদের বিভিন্ন কাজের জন্য একাধিক দক্ষ কর্মীদের পেয়ে থাকেন যাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।
ফ্রিল্যান্সাররা এই ফ্রিল্যান্সিং সাইট গুলোর দ্বারা নানান কোম্পানির হয়ে তাদের job work বা projects গুলো গ্রহণ করে সেগুলোকে সময়মতো সম্পূর্ণ করে জমা দিয়ে থাকেন। আর এই কাজের জন্যে কোম্পানি গুলো ফ্রিল্যান্সারদের উপযুক্ত অর্থ প্রদান করে থাকেন।
Freelancing jobs গুলো করার ক্ষেত্রে আপনাকে কোম্পানির স্থায়ী কর্মী হয়ে কাজ করার প্রয়োজন হয়না। এক্ষেত্রে, আপনি কেবল নিজের গ্রহণ করা project/job-টি সঠিক সময়ে সম্পূর্ণ করে জমা দিলেই কাজ হয়ে যাবে।
এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা সাইট গুলোতে আপনাকে নিজের একটি প্রোফাইল তৈরি করতে হয় এবং নিজের কাজের অভিজ্ঞতা এবং পোর্টফোলিও শেয়ার করতে হয়। এতে, সম্ভাব্য নিয়োগকর্তারা আপনার বিষয়ে জানতে এবং আপনার সাথে যোগাযোগ করার সুযোগ পেয়ে থাকেন।
তাহলে আশা করছি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি? এই প্রশ্নের উত্তরটি ভালোভাবে দিতে পেরেছি। চলুন, এখন নিচে আমরা সেরা ৯টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের তালিকাটি দেখেনেই।
৯টি সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর তালিকা – ফ্রিল্যান্সিং সাইট
তাহলে চলুন, নিচে সরাসরি আমাদের আজকের এই সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সাইট গুলোর তালিকাটি দেখেনেই।
এই freelancing website গুলোর দ্বারা আপনারা ঘরে বসে নানান ধরণের কাজ গুলো পেতে পারবেন এবং সেগুলো সঠিক ভাবে সম্পূর্ণ করার মাধ্যমে অনলাইনে নিয়মিত রোজগার করার সুযোগও পাবেন।
- Upwork
- Fiverr
- Freelancer
- Guru
- People Per Hour
- Toptal
- 99designs
- SimplyHired
চলুন, নিচে প্রত্যেকটি Freelancing marketplace গুলোর বিষয়ে বিস্তারিত জেনেনেই।
সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
১. Upwork
ইন্টারনেটে থাকা নানান বিশিষ্ট এবং বিখ্যাত ফ্রিল্যান্স সাইট গুলোর মধ্যে Upwork হলো একটি। বর্তমানে আপওয়ার্ক হয়ে উঠেছে অন্যতম সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইট যেখানে যেকোনো ধরণের ফ্রিল্যান্সিং কাজ এবং যেকোনো ধরণের কাজ করা ফ্রিল্যান্সারদের সহজেই পেয়ে যাবেন।
আমি যদি ভুল না হয় তাহলে Upwork হলো বিশ্বের বৃহত্তম ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম যেখানে প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক registered freelancers এবং প্রায় ৫ থেকে ৬ মিলিয়ন registered clients রয়েছেন।
কাজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে নিজের একটি freelancing account/profile তৈরি করতে হবে। এখানে আপনি ঘন্টা হিসেবে পেমেন্ট বা ফিক্সড পেমেন্ট করা হবে এমন নানান জব গুলো খুঁজে পাবেন। এ
বার পছন্দের project/ work খুঁজে পাওয়ার পর আপনাকে সেই কাজটি করার জন্য proposal সাবমিট করতে হবে।
Client দ্বারা আপনার প্রপোজাল গ্রহণ করার পর আপনি সেই কাজটি সময়মতো সম্পূর্ণ করে জমা দিয়ে দিলেই আপনাকে আপনার পেমেন্ট পাঠিয়ে দেওয়া হবে।
২. Fiverr
Fiverr-থেকে Upwork-এর তুলনায় প্রতি প্রজেক্ট সম্পূর্ণ করার বিপরীতে অধিক টাকা উপার্জন করার সম্ভাবনা থেকে থাকে। Freelancers এবং clients-দের ডিজিটাল মাধ্যমে সংযুক্ত করার বা রাখার কাজ করে Fiverr।
এই ওয়েবসাইটে freelancer-রা তারা করতে পারবেন এমন কাজ গুলো পোস্ট করে থাকেন যেগুলোকে GIG বলা হয়। প্রতিটি প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য কত টাকা চার্জ করা হবে সেটাও সেই ফাইভার গিগ এর মধ্যে উল্লেখ করা থাকবে।
এবার, clients-রা যখন তাদের প্রয়োজন হওয়া কাজ গুলো সার্চ করে থাকেন তখন এই গিগ গুলো তারা দেখতে পায় এবং পছন্দের freelancer-কে project বা work-টি দিয়ে থাকেন।
প্রত্যেক $5 gig সম্পূর্ণ করার পর Fiverr আপনার পেমেন্ট এমাউন্ট থেকে $1 চার্জ কেটে নিবে।
এখানে সাধারণত, প্রতিটি গিগ বা কাজ করানোর জন্য মিনিমাম $5 চার্জ করা হয় যেগুলোর মধ্যে writers, photographers, video creators, web designers ইত্যাদি নানান কাজ গুলো করা হয়ে থাকে।
যদি আপনি একজন নতুন freelancer তাহলে entry-level freelancers-দের জন্য ডিসেন্ট পরিমানের অর্থ উপার্জনের ক্ষেত্রে Fiverr কিন্তু একটি দারুন মার্কেটপ্লেস।
৩. Freelancer
Freelancing.com, ছোট ছোট freelancing work গুলোর থেকে শুরু করে বড় বড় কোম্পানি গুলোর নানান projects গুলো পাওয়ার ক্ষেত্রে একটি অনেক কার্যকর মার্কেটপ্লেস প্রমাণিত হতে পারে।
এখানে, website development, logo designing, writing, marketing, video editing ইত্যাদির সাথে জড়িত কাজ গুলো অবশই পাওয়া যাবে। আমাদের আজকের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকাটিতে থাকা এই সেরা ওয়েবসাইটটির ক্লায়েন্ট লিস্টে Intel, Microsoft এবং Boeing-এর মতো বড় বড় কোম্পানি গুলো শামিল রয়েছে।
এই ফ্রীল্যান্সার ওয়েবসাইটে একটি একাউন্ট তৈরি করে সাইটটি ব্যবহার করা প্রক্রিয়াটি অনেক সোজা। আপনাকে কেবল নিজের পুরোনো কাজের ওয়ার্ক স্যাম্পল গুলো আপলোড করতে হয় এবং যেকোনো কাজ করার ক্ষেত্রে প্রথমে বিড করতে হয়।
এর পর নিয়োগকারীর সাথে চ্যাটিং এর মাধ্যমে কথা বলতে পারবেন। সব থেকে মজার বিষয় এটাই যে একাউন্ট তৈরি করার জন্য আপনাকে কোনো ধরণের টাকা দিতে হয়না। সম্পূর্ণ ফ্রীতে কাজ শুরু করা যেতে পারে।
গত ১৫ বছর থেকে freelancer.com এই ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং ২৪০ থেকেও অধিক দেশে তাদের সেবা প্রদান করছেন।
৪. Guru
এই Freelance marketplace-টি কোম্পানি গুলিকে মূলত তাদের বিভিন্ন ছোট বড় কাজ গুলো করানোর জন্য বিশ্বজুড়ে থাকা প্রচুর দক্ষ ও প্রফেশনাল ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে থাকে।
এখানে কাজ গুলোকে অনেক সোজা এবং সরল ভাবে এসাইন করার সুযোগ দেওয়া হয়। আপনি যদি একজন freelancer হিসেবে কাজ করতে চাইছেন, তাহলে এই সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিও অবশই ব্যবহার করে দেখতেই পারেন।
ওয়েবসাইটে গিয়ে “Find Job” এর অপশনে ক্লিক করলেই উপলব্ধ প্রত্যেকটি জব বা প্রজেক্ট গুলো আপনারা দেখতে পারবেন। দিয়ে দেওয়া job search box-এর ব্যবহার করেও আপনি নিজের পছন্দমতো বা দক্ষতা হিসেবে জব গুলো দেখে নিতে পারবেন।
এই freelancing marketplace-এর মধ্যে একজন ফ্রীল্যান্সার হিসেবে আপনি নানান long এবং short-term projects গুলোতে bid করতে পারবেন। এছাড়া, এখান থেকে ইনকাম করা টাকা আপনারা PayPal এবং wire transfer-এর মাধ্যমে তুলতে পারবেন।
৫. People Per Hour
এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একজন ফ্রিল্যান্সার সহজে এবং ফ্রীতে একাউন্ট তৈরি করে নিজের প্রোফাইল সেটিং করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার application-টি মোডারেটর দ্বারা রিভিউ করে তারপর এপ্রুভ করা হবে।
একবার আপনার একাউন্ট এপ্রুভ হয়ে গেলে আপনি নানান ক্যাটাগরি সহ প্রচুর জবস গুলি দেখে নিতে পারবেন।
অন্যান্য বেশিরভাগ freelancing marketplace গুলোর মতোই এখানেও আপনাকে প্রত্যেক কাজের থেকে উপার্জন করা অর্থের কিছু পরিমান সার্ভিস ফী হিসেবে ওয়েবসাইটকে দিতে হবে।
ধরুন, ২০০ ডলার এর পেমেন্ট পেলে সেখান থেকে ২০% সার্ভিস চার্জ/ফী হিসেবে কেটে নেওয়া হবে।
এই সাইট থেকে আপনারা প্রতি প্রজেক্ট হিসেবে বা ঘন্টা হিসেবে ইনকাম করার সুযোগ পাবেন।
৬. Toptal
Toptal, একটি অনেক জনপ্রিয় ও প্রচলিত ফ্রিল্যান্সিং সাইট যেখানে উচ্চ যোগ্যতাসম্পন্ন freelancer-রা নানান কোম্পানি গুলির সাথে সংযোগ স্থাপন করার সুযোগ পেয়ে থাকেন।
ওয়েব ডিজাইনার থেকে শুরু করে ওয়েব ডেভেলপার, ফিনান্স কনসালট্যান্ট থেকে প্রোডাক্ট ম্যানেজার, এখানে নানান রকমের রকমের দক্ষ ফ্রিল্যান্সাররা রয়েছেন।
একাউন্ট তৈরি করার পর এখানে আপনারা নানান clients এবং companies-দের দ্বারা করা job postings গুলো দেখতে পারবেন। তবে তাদের আবেদন প্রক্রিয়া খুবই কঠিন এবং সহজেই একাউন্ট এপ্রুভাল পাওয়া সম্ভব না।
প্রতিদিন গ্রহণ করা হাজার হাজার এপ্লিকেশন গুলোর মধ্যে থেকে কেবল কিছু এপ্লিকেশনেই তারা গ্রহণ করে থাকেন।
৭. 99designs
আপনি যদি logo, web এবং graphic design-এর কাজ গুলো একজন ফ্রীল্যান্সার হিসেবে করে অনলাইনে রোজগার করতে চাইছেন, তাহলে 99designs আপনার জন্য সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হিসেবে প্রমাণিত হতে পারে।
এই freelance website-টি মূলত ডিজাইনিং এর কাজ গুলো উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। লোগো ডিজাইন, বইয়ের কভার ডিজাইন, পোশাক এবং পণ্যের কভার ডিজাইন ইত্যাদি ডিজাইনিং এর সাথে জড়িত সব ধরণের কাজ গুলো এখানে পাবেন।
Signup করার সাথে সাথেই আপনাকে একটি প্রোফাইল তৈরি করে সেখানে নিজের কাজের অভিজ্ঞতা গুলো যুক্ত করতে বলা হবে।
এবার রিভিউ টীম এর দ্বারা আপনার এপ্লিকেশনটি রিভিউ করা হবে এবং আপনার প্রোফাইল হিসেবে আপনার designer level বিবেচিত করা হবে। আপনার ডিজাইনার লেভেল যত বেশি থাকবে আপনার প্রোফাইল ততটাই অধিক লোকেদের দেখানো হবে।
৮. SimplyHired
এই মার্কেটপ্লেসে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি প্রায় প্রতিটি ক্ষেত্রেই নানান জব গুলো পেতে পারবেন। অনলাইনে কাজ করে extra income করার ক্ষেত্রে এই freelancing website-টি আপনার প্রচুর কাজে লাগবে।
জব পোস্ট করার ক্ষেত্রে কোনো ধরণের টাকা চার্জ না করার কারণে এখানে আপনি অসংখ্য কাজের সুযোগ গুলো পাবেন। নিজের একটি resume upload করে profile তৈরি করার মাধ্যমে একজন ফ্রীল্যান্সার হিসেবে কাজ শুরু করতে পারবেন।
ওয়েবসাইটের হোম পেজেই আপনি search box দেখতে পাবেন যেখানে কাজের ধরণ এবং জায়গা/লোকেশন লিখে সার্চ দিলেই রিলেটেড জব গুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে।
৯. LinkedIn
এটা একটি অনেক জনপ্রিয় ও বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট যেখানে মূলত job এবং career নিয়ে কথা বলার পাশাপাশি নতুন নতুন connection / network তৈরি করা হয়। Freelancers-দের জন্য এখানে অসংখ্য কাজের সুযোগ গুলো রয়েছে।
LinkedIn-এর মধ্যে প্রতিদিন হাজার হাজার ধরণের jobs গুলো post করা হয়। Content writing, app & website development, Graphics design, translation work, voice artist ইত্যাদি আরো অসংখ্য বিষয়ে ফ্রিল্যান্সিং ওয়ার্ক গুলো পোস্ট করা হয়।
এখানে, part-time এবং full-time, দুধরণের কাজ গুলোই উপলব্ধ রয়েছে। কাজ খোঁজার জন্য আপনাকে একটি ফ্রি একাউন্ট তৈরি করতে হবে এবং নিজের রেসুমে (resume) আপলোড করতে হবে।
উপসংহার,
বন্ধুরা যদি আপনিও ফ্রিল্যান্সিং কাজ করার মাধ্যমে ঘরে বসে অনলাইনে ইনকাম করতে চাইছেন, তাহলে ওপরে বলা এই সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকাটি আপনার কাজে অবশই লাগবে। তালিকাটিতে বর্তমান সময়ে সর্বাধিক ব্যবহৃত সেরা ফ্রিল্যান্সিং সাইট সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই, আপনি আপনার প্রয়োজন, দক্ষতা এবং চাহিদা হিসেবে নিজের পছন্দের সাইটটি ব্যবহার করে আজকেই কাজ শুরু করতে পারবেন।
আরও পড়ুন –