উইন্ডোস কম্পিউটারের কিছু টিপস এবং ট্রিকস (Computer tips Bangla)
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা প্রতিনিয়ত কিছুনা কিছু সমস্যায় পড়ি। আজকে আমি সেরা কিছু কম্পিউটার টিপস এবং ট্রিক্স ( Computer tips & tricks bangla ) নিয়ে আলোচনা করবো যেগুলো জানলে কম্পিউটারের খুটিনাটি সমস্যা আপনি নিজেই সারিয়ে তুলতে পারবেন এবং হয়ে উঠবেন কম্পিউটারের গুরু।
তাই, এই আর্টিকেলে আমি আপনাদের কিছু দরকারি বা প্রয়োজনীয় উইন্ডোস পিসি টিপস (PC Tips) এবং টিউটোরিয়াল এর ব্যাপারে বলবো যেগুলি অবশই আপনাদের কাজে আসবে। কম্পিউটারের এই সবগুলি টিপস বা ট্রিকস আপনারা windows 7, windows 10 বা windows 8 প্রত্যেক উইন্ডোসের ভার্শনেই ব্যবহার করতে পারবেন।
কম্পিউটারের ১০ টি সেরা টিপস এন্ড ট্রিকস (Bangla PC tips)
কম্পিউটারের যেগুলি টিপস এর ব্যাপারে আমি নিচে বলবো, সেগুলি আমি নিজে ব্যবহার কোরে দেখিছি এবং সবগুলোই অনেকের জন্য অনেক কাজের ট্রিকস বা টিপস বলে প্রমাণিত হবে বোলে আমি মনে করি।
হে, আমি দেয়া কিছু pc tips আপনাদের আগের থেকেই জানা থাকতে পারে। কিন্তু, যেটা আপনি জানেন হয়তো সেটা অন্যের জন্য অনেক কাজের প্রমাণিত হতে পারে।
তাই, যেই পিসি ট্রিকস গুলি আগের থেকেই জানেন, সেগুলি নিয়ে কিছু মনে করবেননা। এবং, যেগুলি উইন্ডোস টিপস আপনারা জানেননা সেগুলি নিচে জেনেনিন।
কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla- 1
- Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, tree লিখে এন্টার করুন।
- Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, prefetch লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখানে সবগুলো ফাইল ডিলেট করুন।
- Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, %temp% লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করুন।
- Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, temp লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করুন।
- প্রত্যেকটি ড্রাইভের উপর মাউসের রাইট ক্লিক করে প্রপারটিজ এ যান এবং ডিস্ক ক্লিনআপ করুন। এখন আপনার কম্পিউটারের গতি আগের চেয়ে অনেকগুন বেড়ে যাবে।
2. কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla
3. কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla
4. Zoom out এবং zoom in এর ব্যবহার
অনেক সময়, যখন আমরা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি বা এক্সেল এবং ওয়ার্ড ফাইলে (word file) কিছু টাইপ করি বা রিড (Read) করি তখন আমাদের মনে হয়, “যদি স্ক্রিন এবং লেখাগুলি অল্প বরো করা যেত“. তাইতো…….?
তাহলে জেনে রাখুন, আপনার উইন্ডোস কম্পিউটারে আপনি যেকোনো স্ক্রিন (screen) বা desktop icon অনেক সহজে বরো এবং ছোট করতে পারবেন।
তার জন্য, আপনার কেবল keyboard এ “Ctrl” প্রেস করে মাউসের (mouse) মধ্যেখানে থাকা mouse wheel টি ওপরে এবং নিচে স্ক্রল (scroll) কোরে zoom out এবং zoom in করতে হবে।
এতে আপনার কম্পিউটারের যেকোনো স্ক্রিন যেমন, কোনো টেক্সট এডিটর (text editor), ডেস্কটপ আইকন বা ব্রাউসার ট্যাব (browser tab) ছোট এবং অনেক বড়ো করা যেতে পারে।
5. কম্পিউটারে যেকোনো ওয়েবসাইট ব্লক করুন (block website)
আপনি যদি, নিজের কম্পিউটার থেকে যেকোনো ওয়েবসাইট ব্লক করে রাখতে চান, তাহলে সেটা অবশই সম্ভব।
সবচে আগেই, আপনার “Win + R” বাটন প্রেস করতে হবে।
এরপর আপনারা RUN dialog box কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন।
এখন, Run বক্সে কীবোর্ড (keyboard) ব্যবহার কোরে এই শব্দগুলি লিখুন – %windir%\system32\drivers\etc (ওপরে ছবিতে দেখুন).
লিখা হয়ে গেলে শেষে “Ok” button এ ক্লিক করুন।
এখন আপনার সামনে, কিছু ফাইল দেখা দিবে।
যা আপনারা ওপরে দেখছেন, আপনাদের প্রথমে থাকা “Hosts” ফাইলটি কপি করে desktop বা অন্য ফোল্ডারে পেস্ট (past) করতে হবে।
এখন, পেস্ট করা hosts file এ right click করুন এবং Open with অপশনে ক্লিক করুন।
Open with এ ক্লিক করার পর আপনারা notepad অপসন দেখবেন যেখানে আপনাদের ক্লিক করতে হবে।
Hosts ফাইলটি নোটপ্যাড এ ওপেন করার পর আপনারা কিছু লেখা তাতে দেখবেন।
ফাইলটির নিচে, “Localhost name resolution” লেখার নিচের দিকে আপনারা কিছু আইপি (IP) address দেখবেন। যেমন আমার ছবিতে আইপি এড্রেস দেখাচ্ছে “134.0.0.1“.
এখন, আপনাদের এই আইপি (IP) address কপি করে নিয়ে একেবারে শেষে পেস্ট (paste) করতে হবে।
কপি করা আইপি এড্রেস ফাইলের একদম শেষে পেস্ট কোরে তার পাশে, যেই ওয়েবসাইট ব্লক করতে চান, তার URL address লিখে দিতে হবে।
Block করা ওয়েবসাইটের www. এবং www ছাড়া দুটোই version আপনাদের লিখতে হবে। তাছাড়া, আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আপনার আইপি এড্ড্রেসের শেষে ১, ২,৩,৪ এভাবে মিলিয়ে লিখতে হবে।
ভালো করে বুঝার জন্য ওপরের ছবিটি দেখুন।
এখন, hosts file টি save করুন এবং যেখান থেকে কপি করেছিলেন, সেখানেই আবার পেস্ট করুন।
Block করা ওয়েবসাইট যখন আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারে খোলার চেষ্টা করবেন, তখন সেই ওয়েবসাইট আর আপনার কম্পিউটারে ওপেন হবেনা।
এভাবেই, আপনি নিজের কম্পিউটারে যেকোনো ওয়েবসাইট ব্লক করেদিতে পারবেন।
6. কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স- Computer tips & tricks bangla
আমাদের শেষ কথা,
বন্ধুরা, এমনিই উইন্ডোস কম্পিউটারের জন্য অনেক টিপস এবং ট্রিকস রয়েছে। কিন্তু, সবটাই একটা আর্টিকেলে লিখে দেয়াটা সম্ভব না। তাই, আশা করছি যে আমি দেয়া সেরা কম্পিউটার টিপস গুলি আপনাদের অনেক কাজে আসবে।
যদি, কম্পিউটার বা ল্যাপটপের ব্যাপারে কিছু সমস্যার সমাধান আপনি খুঁজছেন, তাহলে নিচে কমেন্ট করে আমায় প্রশ্ন করুন। আমি আপনার সাহায্য অবশই করবো।