এক দুর্দান্ত গেমিং ফোন Infinix Note 12 5G এর বাংলাদেশ দাম জানুন
যারা মিড বাজেটে ভালো মানের গেমিং ফোন কিনতে চাচ্ছেন। তাদের জন্য এটি হতে পারে এক দুর্দান্ত গেমিং ফোন। যা দিয়ে আপনি অনায়াসে গেমিং করতে পারবেন এবং এই ফোনে গেমিং করে আপনি সন্তুষ্ট হবেন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের দুর্দান্ত গেমিং ফোন এর ব্যাপারে।
মোবাইল পরিচিতঃ
আজকের দুর্দান্ত গেমিং ফোনটির নাম হচ্ছে Infinix Note 12 5G। Infinix কোম্পানি এই ফোনটির ঘোষণা দেয় ৮ই জুলাই ২০২২ সালে এবং Infinix Note 12 5G ফোনটি বাজারে রিলিজ করে জুলাই ১৪ ই ২০২২ সালে। Infinix Note 12 5G এই ফোনটিতে থাকছে ৫জি নেটওয়ার্ক টেকনোলজি। যার ফলে আপনি দুর্দান্ত নেট স্পীড পাবে।
Infinix Note 12 5G এর বডি ও ডিসপ্লে ডিটেইলসঃ
Infinix Note 12 5G এ ডিসপ্লের ধরন হচ্ছে অমোলেড ক্যাপাসিটির, যাতে ১৬ মিলিয়ন কালার এর সাপোর্ট করে। ফোনটির রেজুলেশন ১০৮০×২৪০০ পিক্সেল যার পিপিআই ডেনসিটি হলো ৩৯৩।
Infinix Note 12 5G এর বডি সাইজ হচ্ছে ৬.৪৮ ইঞ্চি এবং ফোনটির ওজন হবে ১৮৬ গ্রাম। যা হাতে নিয়ে ভালোই ফিলিংস পাবে গ্রাহকেরা। ফোনটিতে ২টি সিম কার্ড ব্যবহৃত করতে পারবেন। Infinix Note 12 5G এ প্রোটেকশন হিসেবে ব্যবহৃত হয়েছে কর্নিং গেরিলা গ্লাস ৩।
Infinix Note 12 5G এর ক্যামেরা পারফরম্যান্সঃ
Infinix Note 12 5G এ মেইন ক্যামেরা হিসেবে আছে ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা এবং ২ মেগা পিক্সেলের ডিপথ সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে এতে আছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। যা দিয়ে আপনি ১০৮০ পিক্সেল এ ৩০এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে জেনে রাখা ভালো আজকাল Infinix এর ছবির কোয়ালিটি খুবই ভালো।
Infinix Note 12 5G এর প্রসেসরঃ
Infinix Note 12 5G এ মিডিয়াটেক এমটি ৬৮৩৩ পি ডিমেন্সিটি ৮১০ ব্যবহৃত হয়েছে যা ৬ নেনোমিটার টেকনোলজির উপর তৈরি। ফোনটিতে ওএস হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১২।
Infinix Note 12 5G এর ব্যাটারি ডিটেইলসঃ
Infinix Note 12 5G এ ৫০০০ এমএএইচ নন-রিমুয়েবল লি-পলিমার টাইপের ব্যাটারি ব্যবহৃত হয়েছে এবং সাথে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
Infinix Note 12 5G এর সম্ভাব্য বাংলাদেশ দামঃ
এই ফোনটি বাংলাদেশ বাজারে অফিশিয়াল ভাবে লঞ্চ করা হয়নি এখনো তবে আপনি আপডেট দেখে কিনবেন। যদি বাংলাদেশ এ অফিশিয়াল থেকে থাকে তো এর প্রাইজ অবশ্যই একটু বেশি হবে। তবে এর বাংলাদেশ আন-অফিশিয়াল দাম ২০,০০০ টাকা।
শেষ কথাঃ
Infinix Note 12 5G মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের আর্টিকেল চান সেটিও আমাদের জানাতে পারেন। প্রযুক্তির সকল প্রকার আপডেট পেতে বাংলা টেকস্পট এর সাথেই থাকুন। ধন্যবাদ