কষ্টের স্ট্যাটাস – Koster Status. দুঃখ ও কষ্টের স্ট্যাটাস
কষ্টের স্ট্যাটাস – দুঃখ ও কষ্টের স্ট্যাটাস কষ্ট হল আমাদের জীবনের মাঝে একটি বড়ো অংশ। আমাদের কষ্ট গুলিকে আমার মনে মাঝে চেপে ধরে রাখি তাই আরও কষ্ট পায়। এই কষ্টকে দুর করার জন্য আমার তোমাদের সাথে পৃথিবীর সেরা বেশ কিছু কষ্টের স্ট্যাটাস শেয়ার করলাম যা তোমরা কষ্টের স্ট্যাটাস গুলো কফি করে ফেসবুক শেয়ার করো বা তোমাদের সেরা বন্ধু সাথে শেয়ার করো। তাহলে মনে মাঝে চেপে থাকা কষ্ট গুলো বেরিয়ে যাবে ও মনটা খুব হালকা হবে।
কষ্টের স্ট্যাটাস – Sad Post Bangla
Sad Post Bangla & Koster Status: দুখেঃর সুখের মাঝেই মানুষ বড় হয় কখনো মানুষকে সুখে অনেক আনন্দে রাখে, সুখ যখন আসে তখন আপনার চারদিক দিয়েই সুখ আসবে এবং দুখঃ যখন আসবে আপনার চারদিক দিয়ে অন্ধকারের ছায়া নেমে আসবে । সেই কষ্ট আছে অনেকেই কারও কাছে শেয়ার না করে তার বুকের ভিতর চেপে রাখে এবং বুকের ভিতর চেপে রাখা কষ্ট গুলো আপনাকে ধুকে ধুকে কষ্ট দিবে । কষ্ট গুলো সবার মাঝে আপনাকে শেয়ার করতে হবে । কষ্ট গুলোকে আপনি শেযার না করলে মৃত্যুর আগ পযর্ন্ত আপনাকে মনের ভিতর লুকিয়ে রাখা কষ্ট গুলো কষ্ট দিবে । তাই মন খারাপের উক্তি, কষ্টের স্টাটাস, ফেসবুক কষ্টের স্টাস আপনাদের মাঝে নিম্নে শেয়ার করা হলঃ
কষ্টের স্ট্যাটাস
১। 💔বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব , কিন্তু ভালোবাসার পর কারও সাথে বন্ধুত্ব সম্ভব নয় ।💔 ২। একটা মানুষ তখনই কাঁদে , যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। ৩। ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে । ৪। মৃত্যু শুধু দেহের হয় না কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় । ৫। কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয় , কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় । ৬। যখন ছোট ছিলাম,,,,,,সব ভুলে যেতাম সবাই বলতো,,,,,,, "মনে রাখতে শেখো " বড় হলাম,,,,,,কিছু ভুলিনা এখন কিন্তু দুনিয়া বলছে,,,,,"ভুলে যেতে শেখো " । ৭। মনে শুধু একটাই কষ্ট আমি কার জীবনে আপন হতে পারলাম না। ৮। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না,, তারপরও বুকে কষ্ট হলে,,,, দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে। ৯। কষ্ট মধুর হয়ে যায়, যদি তুমি দাও,,,,,,,। মুখের কথাও হয় যে গান,,,,, যদি তুমি গাও,,,,। ১০। কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে,,,,, সে নিজে ও অনেক কষ্ট পায়। ১১। নিন্দা করতে গেলে,,,,,, বাইরে থেকে করা যায় তবে বিচার করতে গেলে.... ভিতরে প্রবেশ করতে হয়। ১২। জানি তুমি ফিরবেনা,,,,, এই হ্রদয়ের নিড়ে তবুও 💔অপেক্ষায় থাকবো সারা জীবন💔 ১৩। তুমি দুরে চলে যাচ্ছ,,,, আমি বাধা দিবনা................ তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলুনা। ১৪। আমি সত্যিই ব্যার্থ,,,, কারণ আমি কোনভাবেই,,,, তোমাকে বুঝাতে পারিনি,,,,, আমি তোমাকে কতটা ভালবাসি..। ১৫। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। ১৬। ভুলটা শুধু আমারি ছিল, কারণ স্বপ্নটা যে,,, আমি একাই দেখে ছিলাম♡ ১৭। সব মানুষই প্রেমে পরে.,,.,,., কেউ প্রকাশ করতে পারে,,,,, আবার লুকিয়ে রাখে। ১৮। কেউ কাউকে ভুলে যেতে পারে না,,,প্রয়োজন শেষ হয়ে গেছে,, তাই আর যোগাযোগ রাখেনা ♡♡ ১৯। কাওকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে,,,সেটা আজ হোক অথবা কাল। ২০। কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের। কিন্তু তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো,,, সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা!!!!!! কষ্টের পিক ।
দুঃখ ও কষ্টের স্ট্যাটাস
১. জানি সে আমার নয়
তবু তাকে হারানোর ভয়।
২.স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফোরালে,,!!
৩. যারা সত্যিকারের
ভালোবাসতে চায়
তাদের ভাগ্যে কখনো
ভালোবাসা জুটে না
শুধু জুটে পুরো
পৃথিবীর সমান অবহেলা..
৪. কষ্ট গুলো লুকানোর জন্যে
সামান্য মিথ্যে হাসি আর
ভালই আছি
বলাটাই যথেষ্ট।
৫. একদিন বুঝবে
তোমার হৃদয়ে আমার
অভাবটা ঠিক কতটা জুড়ে?
৬. কেউ যদি তোমার
ভালবাসার মূল্য না বুঝে
তবে নিজেকে নিঃস্ব ভেবো না
কারন জীবনটা এত তুচ্ছ না
৭. পৃথিবীতে একমাত্র
নিঃস্বার্থ ভালবাসা হলো
মা, বাবার ভালবাসা।
যেখানে থাকেনা স্বার্থ,
সারাজীবন থাকে শুধু
নিঃস্বার্থ ও অফুরন্ত ভালবাসা
৮. জীবন থেকে যদি
ফেলে আসা দিন গুলো
মুছে ফেলা যেতো
তাহলে তোমার জন্যে
আর কষ্ট পেতে হতো না
আমি তোমাকে ছাড়াই
সুখী হতে পারতাম
৯. পৃথিবী অনেক সুন্দর হয়
যদি সুন্দর চোখে দেখা যায়।
জীবন অনেক সহজ হবে
যদি তা তুমি সহজে গ্রহণ কর
১০. খালি হাতে এসেছিলাম
খালি হাতে যাব
ভাবিনি এই পৃথিবীতে
এত কষ্ট পাবো ।
লাভার বল বন্ধু বল
কেউ আপন নয় ক্ষণীকের
মেলামেশা সবই অভিনয়
১১. কখনো কখনো
ছেড়ে যাওয়াই উচিত,
ইগোর জন্য নয়,
আত্ম সম্মানের জন্য
১২. এখন কষ্টগুলোকে লুকিয়ে রেখে
হাসিমুখে বলতে শিখে গেছি
আমি ভালো আছি।
অনেক ভালো!
১৩. যেদিন আমি তোমার
মায়া কাটতে শিখব
সেদিন পৃথিবীর সবাইকে
আমার মায়া কাটতে হবে।।
১৪. মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো !
কষ্ট মানুষ কে পরিবর্তন করে
আবার কষ্ট মানুষ কে শক্তি শালি করে ।
১৫. তুমি হাসলে সবাই
তোমার সাথে হাসবে
কিন্তু তুমি কাঁদলে কেউ
তোমার সাথে কাঁদবেনা
মানুষকে কাঁদতে হয়
একা একা..!!
১৬. কষ্ট মানুষ কে পরিবর্তন করে
কষ্ট মানুষ কে শক্তিশালি করে
আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা ।
১৭. জীবনের গতির কথা
ভাবলে পা দুটোর
গতিও থেমে রয়
নিঃসঙ্গ এই পথে তখন
আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়..!!
১৮. জীবনে কিছু
মানুষ থাকে যারা কাছে
থাকলেও কাঁদায় আবার দূরে
গেলেও কাঁদায়
একা থাকার কষ্টের স্ট্যাটাস
১৯. জায়গাগুলো সব
আগের মতই আছে,
শুধু তোমার আমার
সেই মূহুর্তগুলী নেই!
২০. নিজের ভুল বুঝতে পেরে
যেদিন sorry বলতে আসবি
সেদিন বড্ড দেরি করে ফেলবি।
২১. যদি চোখের জলের
কোন রং থাকতো
তাহলে সকালে বালিশটা রাতের
গোপন কাহিনী ফাস করে দিত!
২২. ভুল করে ভালবেসে ফেলা যায়।।।
তবে ভুল করে কখনো
ভুলে যাওয়া যায় না।
২৩. মন খারাপের রাত
গুলো খুব দীর্ঘ হয় !
একদমই শেষ হতে
চায় না একদম না
২৪. মানুষ চিনতে ভুল করলে
দোষের কিছু নেই।
কারন অমানুষ গুলো দেখতে
অবিকল মানুষের মতোই হয়।
২৫. কিছু ভুল যেমন
মানুষকে শিখতে সাহায্য করে
তেমনি কিছু আঘাত
মানুষকে বদলাতে সাহায্য করে।
২৬. ভদ্র ছেলেদের জন্য,
মেয়েদের মনে প্রেম জাগে না!
যেটা জাগে সেটা হল সহানুভূতি!
—হুমায়ূন আহমেদ
জীবন কষ্টের স্ট্যাটাস
২৭. ভালোবাসতে সুধুই মন লাগে
কিন্তু তাকে টিকিয়ে রাখতে
মনের জোর কিংবা
সাহস লাগে
২৮. আমি অভিমান করি,, তুমি আমার কষ্ট
বুঝবে বলে আমি দুরে খাকি তুমি
আমাকে মিস করবে বলে
২৯. এখন আর আমিএকা নই তুমি চলে
গেছোতাতে কি হয়েছে?তোমার দেওয়া
কস্টগুলো এখন আমার
ঘুম হীন রাতের সঙ্গী
৩০. এ পৃথিবিতে নিজের বলতে
কোনো কিছু নেই
৩১. স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে,
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক
ভালো । কারন, স্মৃতি মানুষ কে
কষ্ট দেয়, মানুষকে কাঁদায় ।
৩২. প্রত্যেক মানুষই প্রেমে পরে
কেউ প্রকাশ করে
কেউবা লুকিয়ে রাখে
৩৩. মানুষ হইল বেইমান জাতি,
ফুলে ফুলে মধু খায় |
ফুলের মধু শুকাইয়া গেলে
আর ফিরা নাহি চায়……!
৩৪. যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে
আসলাম তখন হাজারো ভালোবাসার
সৃতি গুলো আমাকে পিছন থেকে
টেনে ধরে রেখেছে
৩৫. অবস্থান হোক না
যতো দূর আত্মার
মিল হবে অদৃশ্যের মাঝেই
৩৬. তুমি যদি ভালো থাকো
অন্যের ভালোবাসায়
আমি তবে থাকবো ভালো
তোমার ভালো থাকায়
৩৭. এত ভালবেসে ও
পাওয়া হলো না।
ভাল থাকুক ভাল বাসা।
৩৮. হাসির মাঝে কষ্ট থাকে কিন্তু সেই কষ্টকে হাসিসেই মুচে ফেলা যায়।
৩৯. ” একজন আমায় প্রশ্ন করেছিল ভালোবাসা কি……..?
” তখন আমার কাছে তার উত্তর ছিল না,
আজ আমি নিঃসন্দেহে বলতে পারি ভালোবাসার মানে হলো, কষ্ট,
৪০. একজনকে জিজ্ঞেস করেছিলাম কষ্ট কি? বলেছিলো…
হৃদয় উজার করে ভালোবাসা আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট…
৪১. কষ্ট গুলো যদি বৃষ্টি হয়ে ঝড়ে যেত তবে, জীবনটা বৃষ্টি শেষে মেঘহীন ঐ ,,, _নীলাকাশ-টার মতই সুন্দর হতো
৪২. মাঝে মাঝে মন খারাপেরও কোনো কারন পাই না
কারন পাই না একাকিত্বেরও
শুধু বুঝতে পারি আমি ভালো নেই
ভালোবাসার কষ্টের স্ট্যাটাস
৪৩. ততটা ভালো থেকো
যতটা ভালো থাকলে
আমাকে আর মনে পড়বে না।
৪৪. সুন্দর একটা জীবন
যেহেতু উপহার পেলাম না
তো
সুন্দর একটা মৃত্যু তো
উপহার হিসেবে আশা
করতেই পারি
৪৫. সই, কে বলে পিরীতি ভাল
হাসিতে হাসিতে পিরীতি করিয়া
কান্দিতে জনম গেল।।
৪৬. চোখ থেকে অশ্রু ঝরার কারণ টি
মন থেকে মুছে ফেলা যায় না।
৪৭. আমার বুকের ভিতরের
চাপা কষ্টগুলো যদি
তুমি দেখতে পেতে
তাহলে তুমি ভয়ে
চিৎকার দিয়ে জ্ঞান
হারিয়ে ফেলতে।।
৪৮. তোকে খুব ভালোবাসি বলেই
আমি এত অবহেলিত।।
৪৯. আমি মারা গেলে
তুমি লাশ দেখার তাড়াহুড়ায়
চোখে কাজল দিতে ভূলোনা।
৫০. ভালো আছি কথাটা যত
সহজে বলা যায়
আসলে কী সত্যিই
তত সহজে ভাল থাকা যায়?
৫১. যদি কষ্টগুলো বিক্রি করা যেত,
তাহলে পৃথিবীর সব চাইতে
ধনী ব্যক্তি হতাম আমি।
৫২. যেদিন দেখবি ঝগড়া
কারাটাও বন্ধ করে দিয়েছি
সেদিন বুঝবি ভালোবাসাটাও আর নেই।
৫৩. আমি শেষ হয়ে গেছি বলে
আক্ষেপ করি না
কেবল আফসোস! তোমাকে
কেউ আর বিশ্বাস করে না.
৫৪. ‘চলেই যদি যাবে, তো এসে ছিলে কেন?
ভুলেই যদি যাবে, তো জান বলে ডেকে ছিলে কেন? ‘
৫৫. “আমি এমন এক জনকে চাই,, যে আমাকে বুঝবে,,
একটু চোখের আড়াল হলে,, পাগলের মত খুজবে,, ”
৫৬. চিরকালের জন্য চলে যাচ্ছি….
তোর থেকে..ভালো থাকিস তুই..
খুব নিকটে আমার মৃত্যু সময়….
` আর বলবোনা ভালোবাসি তোকে
আর বলবোনা খুব মিস করি তোকে…
আর রাত জাগবোনা তোর জন্য
৫৭. আমরা আমাদের ভুল গুলো তখনি উপলব্ধি করতে পারি যখন আমাদের কাছ থেকে প্রিয় মানুষ গুলো হারিয়ে যায়……….
৫৮. পৃথিবীতে সব থেকে
নির্লজ্জ হলো মানুষের মন।
ফিরবেনা জেনেও তার
অপেক্ষায় বসে থাকে
৫৯. কষ্ট বুকে চেপে একলা থাকি
কান্নার নোনাজল অধরে মাখি
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে
আয় না ফিরে তুই আমারি বুকে..!!
৬০. যে তোমাকে ছেড়ে চলে গেছে
তাকে মণে না করে
তার অপেক্ষাই না থেকে
যে তোমার অতীত জেনেও
তোমাকে ভালোবাসে
তুমি তাকেই ভালোবাশো
৬১. কষ্ট আমার জীবন সাথী
দুঃখ আমার আলপনা
কষ্টে আমি নিত্য কাঁদি
হৃদয় ভরা যন্ত্রণা।
দুঃখ আমার প্রথম
দুঃখ আমার শেষ
আমি বন্ধু ভালো আছি
তুমিই থেকো বেশ।
৬২. মানুষ তার সাথেই রাগ
অভিমান বেশি করে,
যাকে সে ভালোবাসে ।
দুঃখের ও কষ্টের স্ট্যাটাস
৬৩. যে তোমাকে মনে রাখার মত
অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে
তাকে ভুলে যাওয়া আসলেই
অনেক কঠিন
৬৪. এই নিঝুম রাতে একা আমি,
জানালার পাশে দাঁড়িয়ে।
চিৎকার করে বলতে চাই তোমায় আমি,
ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি!
এখনও শুধু তোমায় ভালবাসি।
৬৫. হতাশ হওয়া জীবনে ও একদিন
সফলতার সুখ নেমে আসে
একটু ধৈর্য ধরে থাকলেই ।।
৬৬. চোখের জলের যেখানে
কোনো মর্যাদা নেই,
সেখানে মনের মাঝের লুকোনো
আবেগ ও মুল্যহীন
৬৭. মারা গেলে অশ্রু ঝরানোর
লোক অনেক পাওয়া যায়
তবে বেঁচে থাকতে
কষ্টের দিনে পাশে দাড়ানোর
মত কাউকেই পাওয়া যায়না ।।
৬৮. জীবণটা খুব কষ্টের.
কিন্তু কাউকে বুঝানো যায় না,
মনটা খুব অসহায়
কিন্তু কাউকে দেখানো যায় না
৬৯. ভালোবাসার মানুষটির
চোখের দিকে তাকালে
পুরো পৃথিবী দেখা যায়
সেই ভালোবাসা চলে গেলে
গোটা পৃথিবী আঁধারে ঢেকে যায়
৭০. খুব কাছের কাউকে ভুলে যাওয়ার
কোন সংক্ষিপ্ত পথ নেই ।
প্রতিদিন মনে পড়তে
থাকবে এবং স্মৃতিগুলো
কষ্ট দিতে থাকবে।
৭১. পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিশোধ
হচ্ছে নিশ্চুপ থাকা।
তাই বলে হেরে যাওয়া নয়।
আর আমরা সেটাই করছি।
৭২. কখনোই সেই মানুষটাকে
কষ্ট দিও না,
যাকে কষ্ট দিলে
তার দ্বিগুণ কষ্ট
তোমার নিজের হয়।
৭৩. বাস্তবতা এতটাই কঠিন
যে, কখনও কখনও বুকের
ভিতর গড়ে তোলা বিন্দু
বিন্দু ভালবাসাও
অসহায় হয়ে পড়ে।
৭৪. মাঝে মাঝে আমাদের জীবনে এমন
কিছু মুহূর্ত আসে, যা খুব ক্ষণস্থায়ী
কিন্তু, সে গুলোর ব্যাখ্যা হয় খুব
দীর্ঘস্থায়ী!
৭৫. কাউকে ভুল বোঝার
আগে দেখো ভুলটা কার ছিল
কারো মন ভাঙার
আগে দেখো তোমার
মন ভাঙলে কেমন লাগবে
আগে নিজের কষ্টটা
বুঝো তার পরে
অন্যকে কষ্ট দিও ।
৭৬. পৃথিবীতে কিছু
কিছু মানুষ এমন থাকে
যারা তাদের কান্নার ভাগ
একমাত্র বৃষ্টি ছাড়া
অন্য কাউকে দিতে পারেনা।
৭৭. কখনো যদি মনে করো
একা হয়ে গেছ তুমি
কাছের মানুষ টাও
দিয়েছে দুঃখ তোমায়।
তবে চলে এসো সেই
পরিচিত আগের ঠিকানায়
আমি থাকবো দাঁড়িয়ে
স্বাগত জানাতে তোমায়
৭৮. কটা মানুষ তখনই কাঁদে ,
যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।
৭৯. গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,,,
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে
রাত্রির- কষ্ট- হয় – চাদঁ- ডুবে- গেলে,,,
আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে।
৮০. কষ্ট গুলো যদি কাগজ হতো,
আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্ট গুলো হল আগুন,
যা আমাকে কাগজের মত পুড়িয়ে ছাই করে দিচ্ছে
৮১. ভাগ্যের কাছে আমি হার মানি নাই
হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।
তো তোমাদের কষ্টের সাইরি পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নিচে কিছু কষ্টের আছে যদি ভালো লাগে এই লিংকে ক্লিক করে আরো পড়তে পারেন।
আরও পড়ুন –