মোবাইল দিয়ে লোগো ডিজাইন ও তৈরী করার ৯টি সফটওয়্যার/অ্যাপস
বর্তমানে ডিজিটাল যুগে প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই লোগো হল একটা গুরুত্বপূর্ণ অংশ। যেকোনো ব্যবসায় একটা ভালো লোগো থাকার অর্থই হল তার ভালো ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ের সম্ভাবনা তৈরী হওয়া আর, এই সময়ে লোগো ডিজাইনিংয়ের জন্যে প্রায় কেউই গ্রাফিক ডিজাইনারের কাছে যেতে পছন্দ। করেন না বরং, এখন বেশিরভাগ মানুষই নানা অনলাইন বা ডিজিটাল লোগো মেকার সফটওয়্যারের সাহায্য নেন।
বর্তমান সময়ে গুগল প্লে স্টোরে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার ভালো ভালো সফটওয়্যার গুলো আপনারা পাবেন। এছাড়া এই লোগো তৈরী করার সফটওয়্যার গুলো ব্যবহার করে সম্পূর্ণ ফ্রীতে নিজের ব্যবসা, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ইত্যাদির জন্য একটি আকর্ষণীয় লোগো ডিজাইন করে সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন।
মোবাইল দিয়ে লোগো ডিজাইন ও তৈরী করার ৯টি সফটওয়্যার/অ্যাপস:
আপনার সুবিধার জন্যে আমরা আজকে এই আর্টিকেলে মোবাইলের সেরা ৯টি লোগো তৈরী করার সফটওয়্যারগুলো সম্পর্কে আলোচনা করতে চলেছি।
অবশই পড়ুন: মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার – (৭টি Free এন্টিভাইরাস অ্যাপস)
আমাদের এই লিস্টে আমরা বেশিরভাগই ফ্রি লোগো ডিজাইনিং অ্যাপের কথা উল্লেখ করেছি যাতে, আপনাকে লোগো বানানোর জন্যে আলাদাভাবে কোনো টাকা খরচ করতে না হয় কিংবা কোনো পেশাদারের কাছে যেতে না হয়।
১. Logo Maker: Graphic Design:
রেটিং: 4.6/5
ডাউনলোড: 1Cr+
মোবাইলের জন্য ফ্রীতে উপলব্ধ থাকা প্রত্যেক লোগো তৈরী করার সফটওয়্যার গুলোর মধ্যে এই সফটওয়্যারটি আমার সব থেকে প্রিয়।
ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেইসবুক গ্রূপের লোগো কিংবা টিকটকের প্রোফাইল পিকচার পর্যন্ত যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একটি প্রফেশনাল লোগো বানানোর জন্যে Mobi App & Thumbnail Maker Inc. তরফ থেকে থাকা এই Logo Maker: Graphic Design অ্যাপটি ব্যবহার করতে পারেন।
এই সম্পূর্ণ প্রফেশনাল লোগো ডিজাইনিং অ্যাপ্লিকেশনটি ব্যবহার করাও খুবই সহজ।
এখানে আপনি বিভিন্ন ধরণের কাস্টোমাইজেবল টেমপ্লেট পাবেন, যেগুলো এডিট করে আপনি নিজের পছন্দমতো লোগো সহজেই বানিয়ে নিতে পারবেন। লোগো তৈরী করার এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহার করার জন্যে কোনোরকমের প্রফেশনাল গ্রাফিক ডিজাইনিং স্কিলের প্রয়োজন নেই।
বেস্ট ফ্রি ভিপিএন: ৫টি VPN সার্ভিস যেগুলো এখনি ব্যবহার করা যাবে
ফিচার:
- প্রফেশনাল ফটো এডিটিং ফিচার,
- যেকোনো সাইজে ছবি ক্রপ করা যায়,
- অসংখ্য গ্রাফিক ডিসাইনের টেমপ্লেট,
- মাল্টিপল লেয়ারের সাহায্যে এডিটিংয়ের সুবিধা,
- সোশ্যাল মিডিয়াতে ইনস্ট্যান্ট লোগো শেয়ারের অপশন,
- ২৫০–এরও বেশি ফন্ট, আইকন, সিম্বল ও ব্যাকগ্রাউন্ড ডিসাইন,
- ১০০০+ এরও বেশি কাস্টোমাইজেবেল ক্রিয়েটিভ লোগো টেম্পলেট।
২. Photo & Video Editor- Canva:
রেটিং: 4.5/5
ডাউনলোড: 10Cr+
Canva হল বর্তমানে লোগো ডিজাইন সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ও ইউসার–ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম।
এই অনলাইন গ্রাফিক ডিজাইনিং অ্যাপটি পেশাদার থেকে শুরু করে যেকোনো সাধারণ মানুষই খুব সহজে ব্যবহার করতে পারেন। এমনকি, এই সফটওয়্যারের AI-পাওয়ার্ড ফিচারের মাধ্যমে আপনি খুব কম সময়েই নিজের পছন্দের লোগো ডিসাইন করতে পারবেন।
এছাড়াও, Canva-এর সাহায্যে প্রেসেন্টেশন, পোস্টার, ওয়েবসাইট ডিজাইনিং এবং আরও নানান ক্রিয়েটিভ ও মার্কেটিংয়ের কাজও করা যায়। আর, এটি আইফোন, অ্যান্ড্রয়েড মোবাইল, কম্পিউটার কিংবা ওয়েব ব্রাউসার থেকেও ব্যবহার করা সম্ভব।
ফিচার:
- AI-powered ফটো এডিটিং টুলস,
- সহজ শেয়ারিং ও প্রিন্টিং অপশন আছে,
- অসংখ্য ফ্রি ও পেইড ডিজাইনিং টেম্পলেট,
- একসাথে একাধিক ডিভাইসে ব্যবহারের সুবিধা,
- ওয়াটারমার্ক ছাড়াই লোগো, পোস্টার বা ডিসাইন তৈরী হয়,
- বিভিন্ন ফরম্যাট ও সাইজে ডিসাইন এডিট ও ডাউনলোডের সুবিধা।
৩. Logo maker Design Logo creator:
রেটিং: 4.4/5
ডাউনলোড: 1Cr+
ফিটনেস স্টুডিও, মেকআপ পার্লার, ফ্যাশন ব্র্যান্ড, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন অথবা রিয়েল এস্টেটের যেকোনো কোম্পানিই হোক না কেন, এই Logo maker অ্যাপের সাহায্যে আপনি নিজের কোম্পানিকে একটা ব্র্যান্ড নিউ লুক দিতে পারেন।
এর ৫০০০–এরও বেশি ফ্রি লোগো টেম্পলেটগুলোকে আপনি ইচ্ছেমতো এডিট করে নিজের কোম্পানির লোগো ডিসাইন করতে পারেন। আর, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফেসবুক বিসনেস পেজ বা ইনস্টাগ্রামের জন্যে অনলাইন প্রোফাইল পিকচার মেকার হিসেবেও কাজ করে।
ফিচার:
- প্রফেশনাল ফটো এডিটর,
- ১০০+ এরও বেশি ফন্ট স্টাইল,
- HD কোয়ালিটি লোগো ডাউনলোড হয়,
- ৫ মিনিটের মধ্যেই লোগো তৈরী করা যায়,
- বিভিন্ন গ্রাফিক ডিজাইনিং এলিমেন্টস আছে,
- ৫০০০+ এরও বেশি অরিজিনাল লোগো টেম্পলেট,
- অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভার ও ইমেজ ইরেসার,
- ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে লোগো বানানোর সুবিধা।
৪. Logo Maker: 3D Logo Designer:
রেটিং: 4.3/5
ডাউনলোড: 1L+
3D লোগো ডিসাইন করতে চাইলে আপনাকে আর পেশাদার গ্রাফিক ডিজাইনারের ভরসায় থাকতে হবে না। এখন আপনি নিজেই Logo Maker: 3D Logo Designer–এর সাহায্যে একদম ফ্রিতেই নিজের কোম্পানির জন্যে প্রফেশনাল কায়দায় লোগো তৈরী করতে পারবেন। আর, এই অ্যাপটি মূলত ফ্রীল্যান্সার, উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী ও নতুন অর্গানাইজশনগুলোর সুবিধার কথা মাথায় রেখেই বানানো হয়েছে। যাতে, কোনোরকমের আর্থিক ও পেশাদারি সাহায্য ছাড়াই অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনার লোগো তৈরী হয়ে যায়।
দোকানের বা ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার/অ্যাপস – সেরা ৮টি
ফিচার:
- উন্নতমানের টেক্সট ও ফটো এডিটিং টুলস,
- ১০০০–এরও বেশি অরিজিনাল লোগো টেমপ্লেট,
- পোস্টার, ফ্লায়ার, ব্যানার ও অ্যাড ডিসাইন করা যায়,
- যেকোনো সোশ্যাল নেটওয়ার্কের জন্য লোগো বানানো যায়,
- টেম্পলেট কালেকশন থেকে দ্রুত ডিসাইন সার্চের সুবিধা,
- PDF, ফটো ও ভিডিওতে কাস্টোমাইজড ওয়াটারমার্ক লাগানো যায়।
৫. Logician Studio – Logo Maker:
রেটিং: 4.3/5
ডাউনলোড: 5L+
আমাদের আজকের এই লিস্টের সবথেকে স্মুথ–রানিং ও লাইটওয়েট অ্যাপ হল এই Graphic Design & Logo Maker। এর ইউসার–ফ্রেইন্ডলী প্ল্যাটফর্মের সাহায্যে আপনি মুহূর্তে নিজের লোগো বানিয়ে ফেলতে পারবেন।
এমনকি, এই সফটওয়্যারের সাথে আপনি Unsplash, Pixel–এর মতো ফ্রি ওয়ালপেপার ওয়েবসাইট থেকে অসংখ্য ছবি ডাউনলোড করে ব্যবহারও করতে পারবেন। এছাড়া এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটির সাহায্যে থাম্বনেইল, পোস্টার, ফ্লায়ার, ব্যানার এবং ব্রোশিওরও ডিসাইন করা সম্ভব।
ফিচার:
- মাল্টিপল লেয়ারে কাজ করা যায়,
- ড্র্যাফ্টস অটোসেভ অপশন আছে,
- হাই–লেভেল ডিসাইন এডিটিং ফিচার,
- ব্যাকগ্রাউন্ড ইমেজের ফ্রি কালেকশন আছে,
- স্মার্ট ও ক্রিয়েটিভ টেক্সট ও ফটো এডিটিং টুলস,
- মোবাইল গ্যালরি থেকে সহজে ছবি অ্যাডের সুবিধা,
- লোগো, পোস্টার ও অন্যান্য ডিসাইন সহজে এক্সপোর্ট করা যায়।
৬. Esports Gaming Logo Maker:
রেটিং: 4.3/5
ডাউনলোড: 1Cr+
আপনি যদি প্রফেশনাল গেমার হন, তাহলে Esports Gaming Logo Maker আপনার গেমিং টিমের জন্যে সেরা লোগো ডিসাইন করে দিতে পারবে। মূলত, গেমারদের জন্যে তৈরী এই মোবাইল সফটওয়্যারটি আপনাকে সহজেই ম্যাসকট ব্যবহার করে গেমিং–টাইপ লোগো তৈরী করে দেবে।
এই অ্যাপে মাত্র কয়েক সেকেন্ডই আপনি লোগো বানিয়ে নিতে পারবেন। এখানে ৩০০ থেকেও অধিক ready-to-use logo templates গুলো পাবেন যেগুলোকে নিজের মতো করে এডিট করে একটি সেরা লোগো তৈরী করা যাবে।
ফিচার:
- বিভিন্ন ধরণের রেডী–টু–ইউস ম্যাসকট,
- ৩০০–এরও বেশি ফ্রি লোগো টেম্পলেট,
- হাই–রেসল্যুশনযুক্ত ব্যাকগ্রাউন্ড ইমেজ,
- ট্রান্সপারেন্ট PNG ফর্ম্যাটে লোগো ডাউনলোড হয়,
- ১০০–এরও বেশি স্টাইলিশ ও প্রফেশনাল গেমিং ফন্ট।
৭. Apps You Love: Logo Maker
রেটিং: 4.2/5
ডাউনলোড: 10L+
কোনো গ্রাফিক ডিসাইনিং কোর্স ছাড়াই আপনি যদি মোবাইলে লোগো ডিজাইন করতে চান, তাহলে এই অ্যাপটি সম্পূর্ণভাবে আপনার কাজে আসবে। এই অ্যাপ্লিকেশনটির ফ্রি এবং পেইড দুই ভার্সনই রয়েছে। আপনি আপনার সুবিধা অনুসারে যেকোনো ভার্সনেই লোগো ডিসাইন করতে পারেন। এখানে প্রচুর গ্রাফিক টেম্পলেট, টেক্সট, ফন্ট এবং ফটো এডিটিং টুলস রয়েছে, যেগুলোর সাহায্যে কয়েক মিনিটেই লোগো বানানো সম্ভব।
ফিচার:
- মিনিমালিস্ট লোগো ডিসাইন,
- পেইড ও নন–পেইড ভার্সন আছে,
- প্রফেশনাল গ্রাফিক ডিসাইনিং এলিমেন্ট,
- উন্নতমানের টাইপোগ্রাফি ও টেক্সট ফন্ট,
- হাতে–আঁকা অথবা ডিজিটাল গ্রাফিক্স আছে,
- ১০,০০০–এরও বেশি কাস্টোমাইজেবল টেমপ্লেট।
মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার – (৭টি Free এন্টিভাইরাস অ্যাপস)
৮. Logopit:
রেটিং: 4.2/5
ডাউনলোড: 1Cr+
Logo Maker Plus হল এমন একটা অ্যাপ, যেখানে আপনি যেকোনো ছবিতে 3D এফেক্ট দিতে পারবেন। এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া ও বিসনেস লোগোও বানাতে পারবেন।
এর প্রায় ৭০০টি ফন্ট টাইপ থেকে আপনি যেকোনো একটিকে বেছে নিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। এছাড়াও, এই ফ্রি সফটওয়্যারে নানান ইন্ডাস্ট্রির লোগোও পাওয়া যায়। আর আপনি চাইলে এই সমস্ত লোগোগুলোই নিজের মতো করে এডিট করতে পারবেন।
এখানে থাকা হাজার হাজার ফ্রি লোগো টেমপ্লেট গুলো ব্যবহার করে মিনিটের মধ্যে নিজের পছন্দের একটি সেরা লোগো ডিজাইন করে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া, লোগোতে ব্যবহার করার জন্য নানান ফ্রি এবং পেইড কনটেন্ট গুলো পেয়ে যাবেন।
ফিচার:
- 3D লোগো বানানো যায়,
- ৫০টি কাস্টম ফটো এডিটিং ফিল্টার,
- একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়,
- ১০০০–এরও বেশি রেডিমেড টেমপ্লেট,
- সোশ্যাল মিডিয়ার গ্রাফিক্স বানানো সহজ,
- লোগোতে 3D depth অ্যাডজাস্ট করা যায়।
৯. Logo Maker- Brand Logo Designer:
রেটিং: 4.0/5
ডাউনলোড: 1L+
আপনি যদি আর্টিস্ট, আর্কিটেক্ট কিংবা ছোট বিজনেসের মালিক হয়ে থাকেন, তবে Logo Maker- Logo Designer অ্যাপটি আপনাকে বিনামূল্যে লোগো বানাতে সাহায্য করবে। এখানে প্রায় ২০টি লোগো ক্যাটেগরিতে আপনি ১০০০টিরও বেশি আকর্ষণীয় টেমপ্লেট পাবেন, যেগুলোকে মাল্টিপল লেয়ারের মাধ্যমে ইচ্ছেমতো টেক্সট ও ফটো এডিট করে নিজের লোগো বানাতে পারবেন।
ফিচার:
- নানান কাস্টোমাইজেবেল ফন্ট,
- ফ্রিতে 3D লোগো বানানো সম্ভব,
- ২০–এরও বেশি লোগো ক্যাটেগরি,
- ফ্রি ডিসাইন, টেম্পলেট ও লোগো,
- লোগোর ব্যাকগ্রাউন্ড কাস্টোমাইজ করা যায়,
- যেকোনো প্ল্যাটফর্মে লোগো ব্যবহার করা যায়।
পরিশেষে:
আমাদের তালিকার সব কটি লোগো ডিজাইন সফটওয়্যার বা লোগো তৈরীর সফটওয়্যার গুলো আপনারা Google Play Store থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এই সমস্ত অ্যাপগুলোই সহজ এবং নিরাপদে ব্যবহার করা যাবে। আসলে, মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার এই সফটওয়্যার গুলো এমনভাবেই তৈরী হয়, যাতে এগুলো ব্যবহারের জন্যে আপনাকে আলাদা ভাবে গ্রাফিক ডিজাইনিং শেখার দরকার না পরে। তাই, পেশাদার ডিজাইনারদের উপর আপনার লোগোর দায়িত্ব না ছেড়ে, আজই বানিয়ে ফেলুন নিজের পছন্দের সেরা লোগো।