Valentine Day Status – ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস, শুভেচ্ছা এসএমএস ও মেসেজ
ভ্যালেন্টাইন্স ডের দিনে প্রেমিক অথবা প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য সেরা কিছু Bengali Happy Valentine Day Wishes, Quotes, স্ট্যাটাস, ক্যাপশন ও শুভেচ্ছা বার্তা। ১৪ই ফেব্রূয়ারি হলো ভালোবাসার দিবস, ভ্যালেন্টাইন্স ডে সমস্ত কাপল এর জন্যেই স্পেশাল. তাই আমরা নিয়ে এসে গেছি দারুন সব সুন্দর সুন্দর ভালোবাসার বাণী নিয়ে যেগুলি আপনারা আপনার প্রিয় মানুষদের পাঠাতে পারেন.
2023 Bangla Valentine’s Day sms is ready to express your love and respect for your lover. This is the best time to tell you how much you love her and how much you or she needs it You can express your feelings through happy Valentines Day Bangla SMS and Valentine’s Day Bangla quotes, Greetings, poem. Here are the latest Valentine’s Day Bangla SMS for girlfriend and Valentine’s Day status that you can send to your boyfriend, wife, or husband.
Valentine Day Status
১। যতো ভালোবাসা পেয়েছি, তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে। কি জানি, তোমার মধ্যে কি আছে। কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥
২। তোমায় ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে কাদা যায়। কেননা তুমি হয়তো জাননা যে তোমার কথা যখন মনে পড়ে । আমি তখন কাদি।
৩। উঠল বেজে মোবাইল দৌড়ে যাই এগিয়ে তুমি ডাক দিয়েছ এই আশা নিয়ে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২৩।
৪। এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক চিমটি ভালোবাসা দিয়ে ও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসা খাঁটি হয়।।
৫। তুমি আমার চাঁদের আলো তুমি আমার পূর্ণিমার চাঁদ তোমাকে পাবো এটা আমার চির কালের স্বাদ।।হ্যাপি ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস।।
৬। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
৭। তোমায় ভালোবাসা, আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ আর প্রথম শ্রেষ্ঠ কাজটি তুমায় খুজে বের করা। ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজও বলে ও জীবন বলে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২৩।
৮। একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল, একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল।। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।।
৯। মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি,,,,। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।।
১০। তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে, তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।।
ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা বার্তা
১১। শুধুমাত্র তোমার মুঝের হাসিটা দেখার জন্যে কয়েক লক্ষ বছর ১ নিমিষেই বেঁচে থাকা যায়। হোক সে হাসির কারন অন্য কেউ,,,,,,,,,,তবুও। happy valentine day।
১২। পৃথিবীতে সেই সবচেয়ে ধনী। যার একটি সুন্দর হৃদয় আছে,, যার মনে নেই কোন হিংসা,, নাই কোন অহংকার। আছে শুধু অন্যের জন্য ভালোবাসা।
১৩। তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা। ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো।। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।।
১৪। হয়তো তুমি দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুর। হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও আছো তুমি পরশের-ই ভিতরে। কারণ, ভালোবাসি শুধুই তোমারে।। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।।
১৫। দেখো চাঁদের দিকে,, কত যে কষ্ট তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে যায়,, কখনো সে জোত্সনা হারায়.. তবুও জোৎস্না ছড়িয়ে সে হাসে,, কারন সে আকাশ কে ভালোবাসে,,,,।
আরও দেখুন – নতুন প্রেমের ছন্দ। ৩০০০+ আপডেট প্রেমের ছন্দ
১৬। অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি, সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস, অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা , অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষা থাকা।
১৭। ভালোবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ। জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ।
১৮। তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার, কিন্তু আমার হৃদয় হতে দূরে নয়॥ তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তু আমার মন হতে নয়॥ আমি তোমার কাছে কিছু না হতে পারি! কিন্তু তুমি আমার জীবনের সবকিছু।। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।।
১৯। তোমায় আমি ভালবাসি আমার জীবনের চেয়ে ও বেশি, তোমাকে দু:খ দেওয়ার জন্য কি তোমায় বেসেছি ভালো আমি। দুরে কখনো আমি যাব না কভু তোমায় ছেড়ে তোমার পাশেই থেকেই আমি তোমায় ভালবেসে যাব সারাটি জীবন ধরে।। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।।
২০। যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম। যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম। যদি বাতাস হতাম- তোমার কানে চুপি চুপি বলতাম- আমি তোমাকে ভালবাসি।। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।।
ভ্যালেন্টাইন ডে এসএমএস । ভ্যালেন্টাইন ডে মেসেজ
২১। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না।
২২। ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।।
২৩। ভালোবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।।
২৪। আজ না খুব একা ,একা লাগছে। চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না। কেন এমন হয় বলোতো। ভালোবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে। তোমাকে না দেখলে যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়।।
২৫। ভালোবাসা দিবস দিনটি আমরা আমাদের মা-বাবা ভাই, বোন ও পরিবারের সকলের সাথে উদযাপনের মধ্যে দিয়ে পালন করতে পারি।।
২৬। শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশির শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন, বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
২৭। আমি যদি রাবার হতাম তোমার জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম.,..,,, আর যদি পেন্সিল হতাম তোমার লাইফের খুশি গুলো সুন্দর ভাবে লিখে দিতাম।
২৮। ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি, রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।
২৯। একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসায় থাকবে না দুঃখ-কষ্ট, থাকবেনা না পাওয়ার যন্ত্রনা, থাকবে না মায়া কাঁন্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতি কে সাথী করে পার করে দিবো সারাটা জীবন।
৩০। সত্যিকারে ভালোবাসা যা, সে অতি অপমান আঘাত করলে,,,,, লক্ষ ব্যাথা দিলেও তাকে কখনও ভোলা যায় না।।
Happy valentines day Bangla SMS
আমি তোমার জন্য যা অনুভব করি
তার জন্য ভালবাসা খুব দুর্বল একটি শব্দ।
আমি তোমার সাথে কতটা প্রেমে পড়েছি
তা প্রকাশ করার জন্য একটি জীবন খুব ছোট।
শুভ ভালোবাসা দিবস আমার ভালবাসা।
তোমাকে ছাড়া জীবন মোটেই জীবন নয়।
তোমার সাথে যে মুহুর্তগুলি আমি কাটিয়েছি
সেগুলি আমার জীবনের সেরা মুহূর্ত।
শুভ ভালোবাসা দিবস আমার ভালবাসা!
আমি একদিন শ্বাস নিতে ক্লান্ত হয়ে পড়তে পারি
তবে তোমাকে ভালবাসতে আমি কখনই ক্লান্ত হয়ে উঠব না।
তোমাকে ভালোবাসা ছাড়া জীবন কিছুই নয়। শুভ ভালোবাসা দিবস!
প্রিয়তম, কেউ তোমার মতো করে আমাকে বোঝে না।
তোমার সাথে থাকাই হ’ল প্রতিটি উপহারের
প্রতি আমার ভালোবাসা চাই।
আমি তোমাকে অনেক ভালোবাসি!
শুভ ভালোবাসা দিবস, প্রিয়।
যতবার আমি তোমাকে দেখি,
আমার জন্য, এটি স্বপ্নের সত্য হয়।
কারণ আমি প্রতি রাতে তোমার সুন্দর মুখের স্বপ্ন দেখি।
শুভ ভালোবাসা দিবস!
প্রেম একটি প্রতিশ্রুতি যে যতই কাঁটা কাঁটা তোমার পথে আসে না কেন,
তোমার চারপাশে সবসময় একটি মিষ্টি গন্ধযুক্ত গোলাপ থাকবে।
আমার ভালবাসা বান্ধবীর জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা!
তোমাকে ভালোবাসা ছাড়াই এমন
এক দিন আজীবন দুঃখের সমান!
শুভ ভালোবাসা দিবস!
আমি তোমার নাম আকাশে লিখেছিলাম,
কিন্তু বাতাস তা উড়িয়ে দিয়েছে।
আমি তোমার নাম বালিতে লিখেছি,
কিন্তু তরঙ্গগুলি তা ভেসে গেছে।
আমি তোমার নাম মনে মনে লিখেছি এব
চিরকাল তা থেকে যায়। শুভ ভালোবাসা দিবস!
তুমি আমার জীবনের রাজকন্যা।
এই ভালোবাসা দিবসে তোমার সাথে থাকার চেয়ে
আমি আর কিছু চাই না।
আমি তোমাকে সমস্ত শুভ কামনা করি,
আমার ভালবাসা!
যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন
তখন তুমি আমার জীবনে সুখ আনেন।
বিনিময়ে তোমাকে দেওয়ার জন্য
আমার হৃদয়ের কেন্দ্র থেকে সত্যিকারের
ভালবাসা ছাড়া আর কিছুই নেই।
শুভ ভালোবাসা দিবস!
তোমাকে ভালবাসা একটি যাদুকর অভিজ্ঞতা
যা কখনও শেষ হয় না।
আমার জীবনের সেরা অর্জনটি তোমার হৃদয়ের
পথ আবিষ্কার করছে। শুভ ভালোবাসা দিবস!
প্রতিটি স্বপ্নে, ভাগ করে নেওয়ার
সেরা মুহূর্তটি তোমার সাথে থাকে।
আমি যখন তোমার সাথে কথা বলি
তখন তুমি আমার দিনটি তৈরি করেন।
তোমাকে ভালোবাসা আমার প্রিয় শখ
যা আমি করা বন্ধ করব না।
শুভ ভালোবাসা দিবস.
তোমার দ্বারা ভালবাসার চেয়ে বড় সম্মান আর কিছু নেই
কারণ তুমি একজন ব্যক্তির রত্ন।
শুভ ভালোবাসা দিবস প্রিয় স্বামী।
Valentines Day Bangla quotes
জল কেবল রোদ দিয়ে জ্বলে। আর তুমিই আমার সূর্য। চার্লস ডি লুস
আমি মনে করি যে ভালবাসার পরিপূর্ণতা এটি নিখুঁত নয়।
এই বিশ্বের সেরা এবং সর্বাধিক সুন্দর জিনিসগুলি দেখা বা এমনকি শোনা যায় না, তবে তা অবশ্যই হৃদয় দিয়ে অনুভব করা উচিত।
ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা ~ সমরেশ মজুমদার।
বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম ~ কাজী নজরুল ইসলাম।
প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে ~ হুমায়ূন আহমেদ।
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন ~ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না ~ বায়রন।
এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে ~ হুমায়ূন আহমেদ।
কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় ~ হুমায়ূন আহমেদ।
প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায় ~ স্কুট হাসসুন।
মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে ~ হুমায়ূন আহমেদ।
প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না ~ রবীন্দ্রনাথ ঠাকুর।
ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই ~ হুমায়ূন আহমেদ।
Valentines Day Bangla status
কেউ কেউ লাভ করে,
আবার কেউ করে ইনজয়।
কেউ খাঁয় ছেকা,
কেউ হয় একা।
কেউ বলে জান,
কেউ করে বিষপান।
কারো মুখা হাসি,
আবার কারো গলায় ফাঁসি,
Love Is Not Fun,
So সাবধান,
আর এখনকার মেয়েরা হয় বেইমান।
happy valentines day
আরও পড়ুন –
আজ না খুব একা একা লাগছে।
চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না।
কেন এমন হয় বলোতো !
ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে !
তোমাকে ছাড়া যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয় !
happy valentines day
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো..
হয় না কখনো মলিন..
হয় না ধূসর কিংবা বর্নহীন..
যা শুধু রংধনুর রঙে রঙিন..
হোক না সেটা এপার কিংবা ওপারের..
তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
happy valentines day
কাউকে দুর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা।
happy valentines day।
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
happy valentines day।
ফুল ফুটেছে বনে বনে
ভাবছি তোমায় মনে মনে
বলছি তোমায় কানে কানে… happy valentines day
ফুটে ওঠো ফুলের মতন.
আর যেখানেই যাও,
তোমার সুবাস ছড়িয়ে দাও
happy valentines day
পুরনো বছরটা তোমার যতো খারাপই কাটুক না কেন,
নতুন বছর তোমার জীবনে সব খুশী নিয়ে আসবে
happy valentines day
পাখির ডানায় লিখে দিলাম happy valentines day নাম
বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l
পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট!
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দময়!
এই কামনায় তোমাদের জানাই happy valentines day
নতুন সূর্য, নতুন প্রান।
নতুন সুর, নতুন গান।
নতুন উষা, নতুন আলো।
নতুন বছর কাটুক ভাল।
কাটুক বিষাদ, আসুক
হর্ষ। সবাইকে happy valentines day
নতুন ভোর জেগে উঠছে নতুন সূর্যকিরণের সাথে…
নতুন সকাল জেগে উঠেছে মিষ্টি হাসির সাথে..
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়,
happy valentines day কাটুক তোমার অনেক আনন্দের সাথে.
.. happy valentines day
Happy Valentine’s Day Bengali Shayari, SMS & Wishes 2022 – ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা মেসেজ
Valentine Day Bengali Shayari 2022
ভালোবাসার দিবস বা Valentine’s Day যাই বলুন না কেন ? দিনটি যে প্রেমিক যুগলদের কাছে কতটা স্পেশাল সেটা নতুন করে বলার কিছু নেই । February মাস শুরু হতেই শুরু হয়ে যায় Valentine’s Week সেলিব্রেশন করা নিয়ে বিশেষ প্লানিং । তবে শুধু গিফট, কার্ড বা চকলেট দিলেই কিন্তু শেষ হয়ে যায়না । ভালোবাসার মানুষকে এই বিশেষ দিনটিতে ভালোভাবে Wish করাটাও জরুরি ।
কিন্তু কিভাবে উইশ করবেন বা SMS এ কি লিখবেন সেটা কিন্তু ভেবে বের করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার ।
তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি সেরা কিছু Valentine’s Day Bengali SMS, Wishes & Shayari । তো, দেরি না করে ঝটপট পড়ে ফেলুন …
Valentine Day Bangla SMS
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো..
হয় না কখনো মলিন..
হয় না ধূসর কিংবা বর্নহীণ..
যা শুধু রামধনুর রঙে রঙিন..
হোক না সেটা এপার কিংবা ওপারের..
তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা-ই!!
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে…
১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস SMS
অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তোমার মধ্যে আমি এমন কি দেখলাম যে তোমার প্রেমেই পড়ে গেলাম?
আমি সবাইকে একটাই উত্তর দি..
“সবকিছু!”
হ্যাপী ভ্যালেনটাইনস দে…
Happy Valentines Day Bangla SMS For Girlfriend
আজ ভালবাসা দিবস…
তাই মা,আজ তুমিই আমার ভ্যালেন্টাইন্স…
কারণ তোমার থেকে বেশী ভালবাসা আমায় কোনোদিন
কেউ দিতে পারেও নি আর পারবেও না…
হ্যাপি ভ্যালেন্টইন্স ডে…
আজ হারিয়েছি, কাল খুঁজবো,, আজ পাইনি, কাল পাবো,, আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মত।
হ্যাপি ভ্যালেনটাইনস ডে…
আমাদের ইচ্ছায় না ভালবাসা শুরু হয়,
না শেষ হয়,
শুরু হয় আমাদের হৃদয়ের প্ররোচনায়,
আর শেষ যে আদৌ হয় কিনা তাই কেউ জানে না…
তবু সবাই ভালবাসে..
তবু সবাই আশা খোঁজে ভালবাসার মশ্য়ে দিয়ে..
হ্যাপী ভ্যালেনটাইনস ডে…
আমাদের সব ঝাগ্রাঝান্তি স্সত্ত্বেও আমরা মনে মনে জানি যে আমাদের পক্ষে একে অপরকে ছেড়ে থাকা অসম্ভব কার্যের মধ্যে পড়ে…তাই তোমার গালে একটা মিষ্টি চুমু এঁকে তোমায় জানাই ভ্যালেনটাইনস ডে-এর অনেক অনেক শুভেচ্ছা…
Valentine Day Bangla SMS For Husband
আমার দেখা সর্বশ্রেষ্ঠ পুরুষ তুমি যে আমার জীবনে আবার আশার আলো জ্বালিয়ে তুলেছে…যাকে পেয়ে আমার হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে…
লাভ ইউ…
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে…
আমার ভ্যালেন্টাইন,
আমি গভীর আমার হৃদয় থেকে আপনি প্রেমের.
তার প্রকৃত ভালবাসা একটি অপরাধ,
আপনি আমার হার্ট চুরি, এবং আমি ইতি চুরি.
আমি প্রয়োজন যে সব সময় প্রবেশ করুন আপনার ঠোঁট চুম্বন করা হয়.
শুভ Valentines মাস!
ভালোবাসা দিবস SMS 2022
আমার সকল বন্ধুদের জানাই ভ্যালেনটাইনস ডে-র অনেক অনেক শুভেচ্ছা..
আমার হৃদয় তোমার জন্যে কখনই break হবে না,
আমার হাসি তোমার জন্যে কখনই fade হবে না,
আর আমার ভালবাসা তোমার জন্যে কখনই end হবে না
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে…
আমায় একা করে দিয়ে যেও না প্লিজ্?
আমি জানি আমি ভুল করেছি,
এবং আমি তার জন্যে ভীষণ অনুতপ্ত…
ফিরে এসো বাবু…
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে.
আমি অনেকবার প্রেমে পড়ি,
রোজই পড়ি,
কিন্তু প্রতিবার তোমার প্রেমেই নতুন করে পড়ি…
হ্যাপী ভ্যালেনটাইনস দে…
আমি চাই তোমার ঠোঁটে চুমু খেতে..
তোমার দাঁত নিয়ে খেলতে..
তোমার জিভের স্বাদ নিতে..
রাগ কোরো না বন্ধুবর,
আমার নাম \”টুথপেস্ট\”!
হ্যাপী ভ্যালেনটাইনস ডে…
ভ্যালেন্টাইন ডে এসএমএস
আমি জানি তুমি যেখানেই থাকো,যার সাথেই থাকো,সুখে আছো….
যদিও আমি মন থেকে চাই তুমি ভাল থেকো চিরকাল,
আমার স্বার্থপর প্রেমিক মনটা তোমায় ভীষণ ভালবাসে আর নিঃশব্দে তোমায় ফিরে আসতে বলে…
হ্যাপি ভ্যালেন্টাইনস ডে…
আমি তোমার জন্যে আমার হৃদয়ে আবেগের একটা অ্যাকাউন্ট খুলেছি..ওখানে তুমি তোমার ভালবাসা জমা রাখো আর সুদসমত পেরত পাও…
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে…
আমি তোমার পথ তোমার কথা চাই ভালবাসা
আমি তোমার পথ তোমার উপহাস চাই ভালবাসা
আমি তোমার পথ তোমার যত্ন চাই ভালবাসা
আমি ইউ প্রতিক্রিয়া ঘ উপায় প্রেম
আমি তোমার পথ তোমার মনে চাই ভালবাসা
আমি তোমার তোমার পথ প্রেম
আপনি আমার ভ্যালেন্টাইন হয়………..শুভ Valentines দিন এসএমএস
You make every day as special as Valentine’s Day, so February 14th is just a day to celebrate what we have every day. Happy Valentine’s day… every day!
I am glad to be spending this Valentine’s Day with you. There is no one else I would rather have as my Valentine.
Every day is Valentine’s Day when I am with you.
Every day away from you tests my soul and spirit.
My only wish today is for us to be together until the end of time.
Happy Valentine’s Day to you.
It never fails. You smile, and the sun comes out.
This is why I come to you in my moments of joy and sorrow.
You are one amazing person, and I am so lucky to be your Valentine forever.
Happy Valentine’s Day
Valobasar Dibosh SMS
Love is one word and everything in between. Love is a fairytale come true. Because I found Love when I found You. Happy Valentine’s Day to My Love
I will never become weary of adoring you. I appreciate the manner in which you make me go gaga for you all the more every day. Upbeat Valentine’s Day!
I am an effective man since I adore an unbelievable lady who dependably has confidence in me. You draw out my best, and your adoration finishes me. Cheerful Valentine’s Day!
To the best husband on a special day that we set aside to celebrate each other’s love: Happy Valentine’s Day. I love you every day and love spending this day to celebrate each other. You’re my Valentine for the rest of our days!”
If you love somebody there is no need to hide. Do not hesitate to tell him how much you love him and all the feelings you have for him. So here I am to let you know that “I love you” and I do not want to let you go.
আচ্ছা, ভালোবাসা জিনিস টা কি এতই সস্তা??? যে শুধু এই কয়টা দিন ছাড়া আর কোন দিন পালন করা যায় না!!! . প্রেয়সীকে একটা গোলাপ দিতে কোন আলাদা rose day লাগে না যদি ভালোবাসা টা সত্যি হয়। . ভালোবাসার মানুষকে একবার ভালোবাসার প্রস্তাব দিতে আলাদা কোন propose day লাগে না যদি ভালোবাসা খাদ মুক্ত হয়। . ভালোবাসার মানুষকে ভালোবেসে চকলেট দিতে আলাদা কোন chocolate day লাগে কি? কখনোই না! . ভালোবাসার মানুষকে একটা টেডিবিয়ার কিনে দিয়ে ছোট বাচ্চা দের মত খুশি করতে আলাদা কোন teddy day দরকার পড়ে না। . ভালোবাসার মানুষকে আজীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিতে আলাদা কোন promise day দরকার পড়ে না। . প্রেয়সীকেএকবার ভালোবেসে জড়িয়ে ধরার জন্য আলাদা কোন hug day লাগে কি?? লাগে না। . প্রেয়সী কে একবার ভালোবেসে তার ঠোঁট স্পর্শ করতে আলাদা কোন kiss day এর প্রয়োজন পড়ে কি?? পড়ে না। . প্রেয়সী কে ভালোবাসার কথা জানাতে কি শুধু বছরে একটি দিনই হয়?? আর কোন দিন কি বলা যায় না?? ভালোবাসা দিবস কি একটাই?? পুরো বছরে কি আর ভালোবাসার কথা বলা যায় না??? . প্রকৃত ভালোবাসা কোন দিন মানে না। বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে। শুধু এই কয়েকটি দিন জুড়ে নয়।